প্রতিবছরের মতো এবারও জার্মানির বার্লিনে বসেছে ইউরোপের সর্ববৃহৎ ইলেকট্রনিকস পণ্য প্রদর্শনী ‘আইফা ২০১৬’। গতকাল শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান নিয়ে এসেছে নতুন নতুন সব ইলেকট্রনিক পণ্য। এর মধ্যে কিছু পণ্য আছে যা প্রকাশের খবর দিয়েই সাড়া ফেলে দিয়েছে। তেমনই কয়েকটি পণ্য থাকছে এই প্রতিবেদনে।
লেনোভো ইয়োগা বুক লেনোভোর ইয়োগা বুক দেখতে ল্যাপটপ কম্পিউটারের মতোই। পর্দার জায়গায় পর্দা আছে, কি-বোর্ডের জায়গায় সমতল এক প্যাড। সে প্যাডের আবার হরেক কাজ। কার্বন পেপার যেমন, এক পিঠে কিছু লিখলে সাদা কাগজে হুবহু একই লেখা দেখায়। ইয়োগা বুকের এক প্যাডে লিখলে তেমনই হাতের লেখা পর্দায় দেখাবে ডিজিটাল কপি। ওই প্যাড ব্যবহার করা যাবে কি-বোর্ড হিসেবেও। তখন আলো জ্বেলে অক্ষর দেখাবে। প্যাডে স্টাইলাস ব্যবহার করে ছবি আঁকাও যাবে। এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ১০ সংস্করণে চলবে এটি।
স্যামসাং গিয়ার এস থ্রি স্মার্টঘড়ি
নতুন স্মার্টঘড়ি ছেড়েছে স্যামসাং, নাম দিয়েছে গিয়ার এস থ্রি। দেখতে কিছুটা বড়ই। ৪৬ মিলিমিটার পুরু এই স্মার্টঘড়িতে আছে ৩৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এই স্মার্টঘড়ি অ্যান্ড্রয়েড ও টাইজেন অপারেটিং সিস্টেমে চলবে। ধাতব খোলসের গিয়ার এস থ্রিতে রয়েছে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস), স্যামসাং পে এবং ৪ গিগাবাইট মেমোরি। ওজন মাত্র ৬২ গ্রাম। এখন পর্যন্ত ক্ল্যাসিক ও ফ্রন্টিয়ার নামের দুটি মডেলে পাওয়া যাবে এই ঘড়ি।
বিশ্বের প্রথম বাঁকানো পর্দার ল্যাপটপ
বিশ্বের প্রথম বাঁকানো পর্দার ল্যাপটপ দেখিয়েছে এসার। এসার প্রিডেটর ২১এক্স মডেলের ল্যাপটপটির পর্দার আকার ২১ ইঞ্চি। ওজন কিন্তু বেশ, প্রায় ৮ কেজি। গেমিং ল্যাপটপ কম্পিউটার হিসেবে অবশ্য তা মানা যায়। কিনতে গেলে দাম পড়বে পাঁচ হাজার ডলার।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.