২০১০ সালে ব্রাজিলের জার্সি গায়ে অভিষেক নেইমারের। ক্যারিয়ারে ৭১ ম্যাচে ৪৭ গোল রয়েছে এ স্ট্রাইকারের। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে? এখানে প্রথম গোল পেলেন নেইমার মাত্রই গতকাল। বিশ্বকাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলে জয় কুড়ায় সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর ম্যাচে ব্রাজিলের স্বস্তির প্রথম গোলটি এনে দেন নেইমারই। এবারের বাছাই পর্বে শুরুর দিকে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নেইমার। আর ২০১৪ বিশ্বকাপের আয়োজকের মর্যাদা নিয়ে বাছাইপর্বে খেলতে হয়নি নেইমারের ব্রাজিলকে। ইকুয়েডরের রাজধানী কুইটাতে আদতে স্বস্তি ছিল না ব্রাজিলিয়ানদের। এখানে ৩৩ বছর জয়ের স্মৃতি ছিল না ব্রাজিলের। আর গতকাল ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ম্যাচে বিরাজ করছিল গোলশূন্য সমতা। ৭২তম মিনিটে পেনাল্টিতে গোল আদায় করেন নেইমার। ম্যাচে ব্রাজিলের তিন গোলেই ছোঁয়া ১৯ বছরের গাবরিয়াল জেসুসের। ব্রাজিলের পেনাল্টি আদায় করেন জেসুসই। পরের মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন ইকুয়েডরের হুয়ান পেরেডেস। দুই মিনিট পর ব্রাজিলের দ্বিতীয় গোল আদায় করেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি গাবরিয়াল জেসুস। আর দ্বিতীয়ার্ধের যোগ হওয়া সময়ে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন এ তরুণ স্ট্রাইকার।