জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার স্বাস্থ্য নিয়ে শুক্রবারের জল্পনা-কল্পনার উত্তরে হাসতে হাসতে বলেন, ‘আমি মরে গিয়েছিলাম, আবার বেঁচে উঠেছি’। হারারেতে দেশটির প্রধান বিমানবন্দরে রবার্ট মুগাবে যখন বিমান থেকে নামেন, তখন তাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল।
বিমানের তথ্য রেকর্ড অনুযায়ী সেটি পূর্ব-এশিয়ার দিকে যাচ্ছিল। কিন্তু তার বদলে বিমানটি দুবাই গেলে নানা জল্পনা মাথাচাড়া দিয়ে ওঠে।
রবার্ট মুগাবে বলেছেন, তিনি দুবাই গিয়েছিলেন পারিবারিক কারণে।
কিন্তু তার বিমান নির্ধারিত গন্তব্য বদলে দুবাই যাওয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং দুবাইয়ে চিকিৎসা নিতে গেছেন। এমনকি এমন খবরও ছড়িয়ে পড়ে যে তিনি মারা গেছেন।
সার্দার ডেইলি ওয়েবসাইট একটি নিবন্ধ প্রকাশ করে যাতে লেখা হয়, ‘রবার্ট মুগাবে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। জিম্বাবুয়ের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন এম্নানগাগুয়া।’
এমারসন এম্নানগাগুয়া দেশটির ভাইস-প্রেসিডেন্ট।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, হারারে বিমানবন্দরে নামার পর মুগাবে স্থানীয় ভাষায় সাংবাদিকদের বলেন- ‘আমার এক সন্তানের ব্যাপারে পারিবারিক কারণে আমি দুবাই গিয়েছিলাম।’
‘হ্যাঁ- আমি মরে গিয়েছিলাম, সত্যিই আমি মারা গিয়েছিলাম। কিন্তু বরাবরের মতোই আমি আবার বেঁচে উঠেছি। আমার নিজের দেশে যখন আমি পা রেখেছি- তখন আমি আসল’ ঠাট্টা ছলে বলেন মুগাবে।
গত মে মাসে মুগাবের স্ত্রী গ্রেস বলেছিলেন, ‘রবার্ট মুগাবে কবরে গেলেও সেখান থেকে দেশ শাসন করবেন।’
১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় আছেন বরার্ট মুগাবে এবং তিনি বলেছেন তিনি ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন।
জিম্বাবুয়েতে সরকারি পর্যায়ে দুর্নীতির অভিযোগ নিয়ে রাজনৈতিক অসন্তোষ সম্প্রতি বেড়েছে।
সূত্র: বিবিসি বাংলা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.