শুভেচ্ছার জন্য সমকাল পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই। জন্মদিনে সবার শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হতে ভালো লাগে। কিন্তু যখন মনে হয়, বয়স বাড়ছে, তখন একটু মন খারাপ হয়। তবে এই মন খারাপ স্থায়ী নয়। এখনও বেশ ভালো আছি, সুস্থ আছি, গাইতে পারছি- এটা ভেবে মন ভালো হয়ে যায়। এ জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। ঘটা করে কোনো আয়োজন নয়, আজ সুবিধাবঞ্চিত শিশুতের সঙ্গে জন্মদিন পালন করব। দুপুরে চ্যানেল আইয়ের আমন্ত্রণে আজ ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশ নেব। সঙ্গে থাকবে ডিসট্রেস চিলড্রেন অ্যা- ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল-ডিসিআইআই’র সুবিধাবঞ্চিত শিশুরা। ওরা এই দিনটি স্মরণীয় করে রাখতে নাচ ও গান পরিবেশন করবে। ওদের আঁকা ছবিও উপহার দেবে বলেছে। সব মিলিয়ে দিনটি চমৎকার কাটবে বলে আমার ধারণা।
এবার ভিন্ন প্রসঙ্গে আসি, লালন সাঁইয়ের গানের একটি অ্যালবামের কথা বলেছিলেন। কাজ কতদূর এগোলো? অ্যালবামের কাজ শেষ। নামও চূড়ান্ত হয়ছে- ‘হৃদয়ে লালন সাঁই’। শিগগিরই এটি ইমপ্রেস অডিও ভিশন ও জিপি মিউজিক থেকে প্রকাশিত হবে।
অ্যালবামের জন্য কোন কোন গান নির্বাচন করেছেন?
গানও গাওয়ার চেয়ে অ্যালবামের জন্য গান নির্বাচন সবচেয়ে কঠিন কাজ বলে মনে হয়েছে। কেননা, লালন সাঁইয়ের কোনো গানই বাদ দেওয়ার মতো নয়। শেষমেশ ‘জাত গেল’,’সাধুর চরণধূলি’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘আমার এই ঘরখানায়’, ‘দয়াল নিতাই’, ‘ক্ষম অপরাধ’, ‘রাত পোহালে পাখি বলে’, ‘পারে কে যাবি’, ‘তিন পাগলে হলো মেলা’- এই ৯টি প্রিয় গান দিয়ে অ্যালবাম সাজিয়েছি। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন কলকাতার আলোচিত সঙ্গীত পরিচালক রকেট মণ্ডল।
শুনলাম, আলতাফ মাহমুদের সুর করা গানের একটি সংকলন প্রকাশের পরিকল্পনা করছেন?
আলতাফ মাহমুদ একজন কিংবদন্তি সুরকার। তার সুরে বেশ কিছু গান গাওয়ার সুযোগ পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান বলে মনে হয়। ভাবছি, তার তার সুর-সঙ্গীতের দশটি গান নিয়ে নতুন আঙ্গিকে অ্যালবাম প্রকাশ করা যায় কিনা। পাশাপাশি পুরনো আরও কিছু জনপ্রিয় গান নিয়ে কয়েকটি সংকলন প্রকাশের ইচ্ছা আছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.