উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের প্রথম বার্ষিক হালনাগাদে বেশ কয়েকটি সুবিধার একটি হলো লিনাক্সভিত্তিক ব্যাশ শেল বা কমান্ডের মাধ্যমে মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সের ব্যবহার। ফলে লিনাক্স টার্মিনাল এখন থেকে সরাসরি উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকেই চালানো যাবে। যাঁরা ইতিমধ্যে লিনাক্স ব্যাশ শেলে অভিজ্ঞ, তাঁরা চাইলে শক্তিশালী এই কমান্ড টুলের সুবিধা এখনই নিতে পারেন। আর যাঁরা শুধু উইন্ডোজ কমান্ড প্রম্পটের সঙ্গে পরিচিত, তাঁদেরও সহজ এই ব্যাশ কমান্ড দখলে নিতে খুব একটা কষ্ট হবে না। কমান্ডের বিস্তারিত বিষয়গুলো যেমন ফাইল ব্যাকআপ, সিস্টেম পরীক্ষা, নেটওয়ার্কের তথ্য, ক্রিপ্টিং কমান্ড প্রভৃতি পাওয়া যাবে http://goo.gl/9BT5VU ঠিকানায়।
ইতিমধ্যে যদি উইন্ডোজ ১০ অ্যানিভার্সারি আপডেট বিল্ড ১৪৩১৬ বা পরের সংস্করণে হালনাগাদ না করে থাকেন, তাহলে স্টার্ট মেনুতে গিয়ে লিখুন Windows Update এবং Check for updates অপশনটিতে ক্লিক করুন। এরপর Looking for more information…লেখার নিচে Learn more ক্লিক করে Get the Anniversary Update now ক্লিক করুন। বার্ষিক হালনাগাদ ইনস্টল করার পর স্টার্ট মেনুতে ক্লিক করে লিখুন Settings এবং এন্টার চাপ দিন। সেখান থেকে Update & Security ক্লিক করার পর বাঁ পাশে থাকা For developersঅপশনে ক্লিক করুন। ওপরে থাকা Developer mode রেডিও বোতামে ক্লিক করুন। ডেভেলপার মোড প্যাকেজ ইনস্টল এবং সক্রিয় করার জন্য কোনো বার্তা এলে তাতে সায় দিন।
এবার স্টার্ট বোতামে ডান ক্লিক করে কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রামস থেকে Turn Windows features on or off ক্লিক করুন। তালিকায় থাকা Windows Subsystem for Linux (Beta) অপশনটিতে টিক দিয়ে সক্রিয় করুন। কম্পিউটার বন্ধ করে আবার চালু (রিস্টার্ট) করতে বলবে, রিস্টার্ট নাউ ক্লিক করুন। কম্পিউটার চালু হলে স্টার্ট বোতামে ক্লিক করে লিখুন bash এবং bash-Run command অ্যাপটি নির্বাচন করুন। উইন্ডোজ স্টোর থেকে নামিয়ে উবুন্টু ইনস্টল করার জন্য অনুমতি চাইবে, y লিখে এন্টার করুন।
অ্যাপটি নামানো শেষ হলে ইউনিক্স সিস্টেমের জন্য নিজের একটি ইউজার নেম ও পাসওয়ার্ড এবং আবার নিশ্চিতকরণ পাসওয়ার্ড দিতে হবে। বর্তমান কনসোলটি বন্ধ করে দিন। এখন স্টার্ট মেনু খুলে তাতে লিখুন bash এবং সেখান থেকে Bash on Ubuntu on Windows নির্বাচন করুন। উবুন্টুতে যে রকম ব্যাশ শেল কাজ করত, ঠিক সেভাবে এখানেও কাজ করবে। কেবল sudo কমান্ডটি এখানে ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ উইন্ডোজে রুট ইউজার হিসেবে আপনার অ্যাডমিনিস্ট্রেটর ক্ষমতা দেওয়া থাকবে।
লিনাক্স ব্যাশে সচরাচর যেসব কমান্ড ব্যবহৃত হয়, তার সবই এখানে ব্যবহার করা যাবে। যেমন কোনো ডাইরেক্টরিতে ফাইলের তালিকা দেখতে ls এবং ফাইল সরাতে mv বা ফাইল কপি করতে cp কমান্ড ব্যবহার করা হয়। উইন্ডোজ ফাইল সিস্টেমে প্রবেশ করতে cd/mnt/cলিখে এন্টার করুন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.