পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দীপু মনি বলেছেন, বিশ্বের সব জায়গাতেই জঙ্গিদের ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তবে অন্যান্য দেশের তুলনায় জঙ্গিবাদ দমনে আমরা সফল। তিনি বলেন, গণমাধ্যমকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জঙ্গিবাদ নিরসনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও অনলাইন পত্রিকা আমাদের অধিকারপত্রে’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ’৭১ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. আবু ইউসুফ ফকির, এবি গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক ও হাফেজ মাওলানা মোজাম্মেল হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করে আমাদের অধিকারপত্রে সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ। ডা. দীপু মনি বলেন, দেশের চলমান অগ্রগতি অনেকের কাছেই ঈর্ষণীয়। তাই দেশের বাইরে ভেতরে জঙ্গিবাদ নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে দেশের ভেতরে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে ছিল তারাই একের পর এক জঙ্গিবাদের নামে দেশে আতঙ্ক সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্য, কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে একমাত্র গণমাধ্যমই পারে জনগণকে সঠিক তথ্য সরবরাহ করতে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.