দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন টিভি নাটকের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি। নির্মাণেই ব্যস্ত থেকে নিজেকে স্বাচ্ছন্দ্যে রেখেছেন তিনি। অবশ্য মিমি ভক্তকুলের জন্য সুখবর। দীর্ঘ পাঁচ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন ঘটেছে তার। আসছে ঈদে দু’টি নাটকের মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে পর্দাউপস্থিতি ঘটাতে দেখা যাবে মিমিকে। ‘এ কি সোনার আলো’ ও ‘সুদর্শনা, আজ তুমি মৃত’ শিরোনামের নাটক দুটির মধ্য দিয়ে অভিনয়ে ফেরা হচ্ছে তার। ‘এ কি সোনার আলো’ নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এটি উপমহাদেশের বিখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান ‘এ কি সোনার আলো’র ভাব অবলম্বনে নির্মাণ করা হচ্ছে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরীয়ার। এতে মিমিকে একজন লেখিকার চরিত্রে দেখা যাবে। মুনতাসির ও আফসানার দাম্পত্য জীবন ২৫ বছর পেরিয়ে গেলেও তারা নিঃসন্তান। তবে তারা একে-অপরকে এতই ভালোবাসেন, সমস্যাটি তাদের দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে না। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনার সম্মুখীন হন দু’জনে। এমন গল্পই নাটকটিতে দেখা যাবে। সাবিনা ইয়াসমিনের গাওয়া এ গানটির কিছু অংশ নাটকেও ব্যবহার করা হবে বলে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান। এটি গাজী টিভিতে ঈদের অনুষ্ঠানমালায় প্রচার হবে। অন্যদিকে ‘সুদর্শনা, আজ তুমি মৃত’ নাটকটি পরিচালনা করেছেন আফজাল হোসেন। সামপ্রতিক সময়ে নির্মাণ নিয়ে ব্যস্ত আফসানা মিমির পরিচালনায় ‘ডলস হাউস টু : সাতটি তারার তিমির’ নামের একটি ধারাবাহিক বর্তমানে এটিএন বাংলায় প্রচার হচ্ছে। এরই মধ্যে নাটকটি দর্শক মহলে বেশ আলোচনায়ও এসেছে। তবে শিগগিরই এটি শেষ হয়ে যাবে। ক্যামেরার সামনে না থাকলেও অভিনয় শিল্পটির জায়গা থেকে মোটেও সরে দাঁড়াননি মিমি। অনেকটা দ্বায়িত্ববোধ থেকে অভিনয় ও নির্মাণের ওপর একটি ইনস্টিটিউট চালু করেছেন তিনি। গত বছর উত্তরায় বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি নামের ওই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.