ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টুইটার অ্যাকাউন্টটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে এ কথা বলা হয়েছে। টুইটার অ্যাকাউন্টটি আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার খবর জানিয়ে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ফেসবুক পেজে বলা হয়, আওয়ামী লীগ দেশের প্রথম রাজনৈতিক দল যাদের টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড। মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের স্বীকৃতির নিদর্শনস্বরূপ এই পেজের প্রোফাইল ছবির সঙ্গে ইংরেজিতে লেখা আওয়ামী লীগের নামের পাশে ‘টিক চিহ্ন’তে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড অ্যাকাউন্ট’ লেখাটি ভেসে উঠছে। এর আগে ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা দলটির ফেসবুক পেজও ভেরিফাইড হয়। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি ওই পেজটি ফেসবুকের স্বীকৃতি পায়। আড়াই বছর আগে ২০১৪ সারের জানুয়ারিতে চালু হওয়া আওয়ামী লীগের খুদেবার্তার সাইট কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার পাতাটির ‘অনুসারী’র সংখ্যা বর্তমানে ২৫ হাজার ছাড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা দলটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অপর মাধ্যমেও সক্রিয়।টুইটারে আওয়ামী লীগের অ্যাকাউন্টটি স্বীকৃতির পাওয়ার ফলে দলটির নামে অন্য কোনো পাতা থাকলেও এখন আর কারও বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে না। https://twitter.com/albd1971 অ্যাকাউন্টটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত দলটির টুইটারে মুখপত্র হিসেবে কাজ করবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.