বর্তমানে নিয়মিত প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন অগ্নিকন্যা খ্যাত সংগীতশিল্পী লেমিস। গত এক বছরে তার কণ্ঠে বিভিন্ন ছবিতে প্রকাশ হয়েছে অনেক গান, যেগুলো শ্রোতা মহলে বেশ প্রশংসিত হয়েছে। প্লেব্যাকের পাশাপাশি স্টেজ নিয়েও ব্যস্ত ছিলেন তিনি। স্টেজ ও প্লেব্যাকে বেশি সময় দেয়ার ফলে নিজের একক অ্যালবামের কাজ শেষ করতে পারেননি। তবে এবার শুধু অডিও নয়, ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছেন এ শিল্পী। একক অ্যালবাম প্রকাশের আগেই একটি গানের ভিডিও প্রকাশ করবেন তিনি। এখন সেই প্রস্তুতিই নিচ্ছেন। এ গানে খোদ পারফর্ম করবেনলেমিস। গানটির নাম ‘আই ডোন্ট কেয়ার’। এর সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন। গানটির ভিডিও নির্মাণ করবেন চলচ্চিত্র পরিচালক সৈকত নাসির। এ বিষয়ে তিনি আরও বলেন, ভিডিওটির পরিকল্পনা অনেক আগে করেছি। তবে সৈকত নাসির ভাই চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকার ফলে এর কাজ শুরু সম্ভব হয়নি। আর কিছুদিন তিনি ব্যস্ত থাকবেন। আমি এইফাঁকে ফিটনেসটা আরেকটু ঠিক করার চেষ্টা করছি। কারণ কোরবানির ঈদে খেয়ে মনে হচ্ছে মোটা হয়ে গেছি। তাই লুকটা ঠিক করছি। আর কদিন বাদেই শুটিংয়ে নেমে পড়তে হবে। গানে পারফর্ম করা প্রসঙ্গে লেমিস বলেন, আসলে বিষয়টি চমক হিসেবে রাখতে চাচ্ছি। তবে আমি গানে পারফর্ম করবো এতটুকু নিশ্চিত। এখানে অন্য এক লেমিসকেই সবাই আবিষ্কার করতে পারবেন।