বেক্সিমকো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় ফাইনালে চোখ রেখে শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে ৫-৪ গোলে হারিয়ে লক্ষ্যের দিকে অনেকটাই এগিয়ে আছে অনূর্ধ্ব-১৮ হকি দল। যুব এশিয়া কাপের গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে ফাইনাল খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে লাল-সবুজ জার্সিধারীদের। ৭ দেশের এ প্রতিযোগিতায় ৩ দলের পুল ‘এ’এতে বাংলাদেশ। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান যারা দেশ বিদেশে প্রস্তুতি নিয়ে প্রথম ম্যাচে ১১-০ গোলে হেরেছে ভারতের কাছে। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান। আজ বাংলাদেশ জিতলে তো কথাই নেই, এমন কি ড্র করলেও টপকে যাবে ভারতকে। ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে চীন বা চাইনিজ তাইপেকে। কারণ, ‘বি’ গ্রুপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই বেশি। তারা প্রথম দুই ম্যাচই জিতেছে। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৬-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চীনকে হারিয়েছে ৬-০ গোলে। গ্রুপ রানার্স আপ লড়াইটা হতে পারে চীন ও চাইনিজ তাইপের মধ্যে। দুই দলই একটি করে জয় নিয়ে মুখোমুখি হচ্ছে আজ। চীন ৬-০ গোলে হারিয়েছে হংকংকে এবং তাইপে একই দলকে হারিয়েছে ৯-০ গোলে। পুল ‘এ’ এতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে এবং পুল ‘বি’তে পাকিস্তান চ্যাম্পিয়ন হলে বিশ্ব হকির দুই পরাশক্তি ভারত-পাকিস্তানের যুবাদের লড়াইটা হবে সেমিফাইনালেই। আর বাংলাদেশ যদি ওমানের কাছে হেরে যায় সে ক্ষেত্রে সেমিতে সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান। এটা বুঝেই ম্যাচটিকে বেশ গুরুত্ব দিয়েছে বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৮ জাতীয় হকি দলের খেলোয়াড়দের চোখে মুখে এখন জয়ের নেশা। আগে কখনোই এই খেলোয়াড়দের চেহারায় এমন প্রত্যয় দেখা যায়নি। নানা কারণে এবারের প্রেক্ষাপট ভিন্ন। খেলোয়াড়দের এমন ফুঁসে ওঠার প্রধান কারণ হলো তাদের প্রতি হকি ফেডারেশনের অবহেলার। কর্মকর্তাদের এই অবহেলার জবাব দিতেই যেন খেলোয়াড়রা বদ্ধপরিকর। তাই তো তাদের চোখ শিরোপার দিকেই। সেটা জয় করতে পারলেই কর্মকর্তাদের অবহেলার জবাব একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন রোমান সরকাররা। সেই প্রত্যয়ের প্রথম ধাপ পার করেছেন তারা। এখন লক্ষ্য আরো ভালো কিছু করে দেখানো। আর তাতে বাধা এখন ওমান। আর তাই এ দলটিকে হারাতে চায় কাওসার আলীর দল। বেশ ক’বছর ধরে ওমানই হয়ে উঠেছে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ। বাংলাদেশ জাতীয় হকি দলকে বিভিন্ন টুর্নামেন্টে এই ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে লড়াইয়ে হয়। তাদের দীর্ঘমেয়াদি ইউরোপিয়ান কোচ এবং বাইরের দেশে গিয়ে নিয়মিত প্রাকটিস ম্যাচ খেলার সুফলও পেয়েছে। যে কারণে র্যাংঙ্কিংয়েও বাংলাদেশের ওপরে অবস্থান করছে। বিশেষ করে ২০১৪ সালে তারা র্যাংকিংয়ে ২৬তম স্থানে উঠে গিয়েছিল। যা বাংলাদেশ এখনও অর্জন করতে পারেনি। ওমানের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের প্রধান কোচ কাওসার আলী। ম্যাচটি সামনে রেখে তিনি বলেন, ‘ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে দারুণ খেলেছে ছেলেরা। ওমানের বিপক্ষেও সেভাবেই খেলতে চাই আমরা। ভারতের বিপক্ষে ম্যাচে সামান্য ইনজুরি আক্রান্ত হন দলের প্রাণভোমরা পেনাল্টি স্পেশালিস্ট আশরাফুল ইসলাম। ওমানের বিপক্ষে শতভাগ ফিট হয়ে খেলতে পারবেন কি না আশরাফুল- এমন প্রশ্নে কাওসার আলী বলেন, ‘আশরাফুল সামান্য ইনজুরিতে ছিলেন এখন সম্পূর্ণ সুস্থ আছে। শুধু আশরাফুল নয়, পুরো দলই সম্পূর্ণ সুস্থ আছে।’ ওমানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অধিনায়ক রোমান সরকার বলেন, ‘আমরা জয়ের ধারাবাহিকতায় থেকেই গ্রুপ সেরা হতে চাই।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.