বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। ইন্টারনেট ব্যবস্থার উন্নতির ফলে মানুষ প্রতি মুহূর্তে ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া খবর জানতে পারছে।
ইন্টারনেটে বসলেই এক ক্লিকে যে কোনো প্রয়োজনীয় তথ্য জানতে পারছে মানুষ। পড়ালেখা, বিনোদন, খেলাধুলা, বিভিন্ন অজানা তথ্য মানুষ এখন ইন্টারনেটে বসেই পেয়ে যাচ্ছে।
ইন্টারনেটের মাধ্যমে টাকা দিয়ে অনেকেই প্রথা বহির্ভূত শিক্ষায় নিজেকে শিক্ষিত করার চেষ্টা করছেন।
কিন্তু এমন কিছু বিষয় আছে ইন্টারনেটে যার পড়াশোনার কোনো খরচ নেই। বিশ্বে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে বিনা খরচে কোর্স শেখানোর পর সার্টিফিকেটও প্রদান করছে।
আসুন জেনে নেই সেইসব প্রতিষ্ঠানের নাম ও তাদের কোর্সের নাম-
১) ‘স্টার্টআপ কোম্পানি’ খোলার বিষয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্যাম অলটম্যান, উডাসিটি ইউনিভার্সিটি এবং কোর্সেরা সার্টিফিকেট কোর্স আহ্বান করছে।
২) গ্রাফিক্স ডিজাইনের বিষয়ে অনলাইনে পড়াশোনার ঠিকানা উদেমি, অ্যাডব নো হাউ, অ্যালিসন।
৩) সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়ে কোর্স করাচ্ছে অ্যালিসন, উদেমি।
৪) ওয়েব মিডিয়ায় লেখা নিয়ে ফ্রি-তে পড়াচ্ছে ওপেন টু স্টাডি, উদেমি, এমআইটি।
৫) বিদেশী ভাষা শিক্ষা ফরাসী ভাষা— অ্যালিসন, চাইনিজ এবং মান্দারিন— ইডিএক্স, স্প্যানিশ— এমআইটি, জার্মান ভাষা— ডেচার্স-লারনেন.কম, ইটালিয়ান— বিবিসি।
৬) হার্ভার্ড ইউনিভার্সিটি, ইডিএক্স, এমআইটি, কোর্সেরা প্রোগ্রামিং বিষয়ে বিনা খরচায় পড়াচ্ছে ।
৭) অ্যাপস ডেভলপমেন্ট বিষয়ে ফ্রিতে পড়াচ্ছে উডাসিটি, অ্যালিসন এবং উদেমি।
৮) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে অ্যালিসন, ওপেন টু স্টাডি এবং এমআইটিতে বিনা খরচে পড়ার সুযোগ আছে।
৯) ফিল্ম মেকিং এবং অ্যানিমেশন — ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল এই বিষয়ে শিক্ষা দিয়ে থাকে।
১০) দ্য ওপেন ইউনিভার্সিটি এবং কোর্সেরায় ফ্রি পড়তে পারবেন সাইবার সিকিউরিটি নিয়ে।
১১) ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি ল’— ফিউচার লার্ন।
১২) নিউট্রিশন এবং ওয়েলবিং বিষয়ে ফ্রি কোর্স পাবেন অ্যালিসন এবং ইডিএক্সে।
১৩) ফিউচারলার্ন এবং ইডিএক্সে প্রিপারেশন ফর আইইএলটিএস বিষয়ে পড়তে পারবেন।
১৪) বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে শিক্ষা দেয় ফিউচারলার্ন।
১৫) কীভাবে উপন্যাস লিখতে হয় তা শেখায় ইউনিভার্সিটি অফ আইওয়া এবং দ্য ওপেন ইউনিভার্সিটি।
১৬) ফোটোগ্রাফি বিষয়ে অনলাইনে ফ্রি প্রশিক্ষণ দিয়ে থাকে অ্যালিসন এবং ওপেন টু স্টাডি।
১৭) টোফেল টেস্ট প্রিপারেশন— ইডিএক্স এই নিয়ে শিক্ষা দেয়।
১৮) সাংবাদিকতা বিষয়ে অনলাইনে ফ্রি শিক্ষা দেয় অ্যালিসন, ইউসি বার্কলে এক্স, গ্লাসগোর ইউনিভার্সিটি অফ স্ট্র্যাটক্লাইড।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.