১৩ বছর পর নতুন অ্যালবামে ফিরছেন দেশের স্বনামধন্য সংগীতশিল্পী তপন চৌধুরী। এরই মধ্যে সংগীতে চার দশক অতিক্রম করেছেন তিনি। তাই এই অ্যালবামটিকে ঘিরে তার সংগীত জীবনের চার দশক পূর্তি উৎসবও আয়োজন হতে যাচ্ছে বর্ণাঢ্য আয়োজনে। গেল এক যুগ ধরে নতুন অ্যালবাম প্রকাশের কথা বললেও সেটি হয়নি। তবে এবার বিয়ষটি চূড়ান্ত করেছেন তপন চৌধুরী। তার সর্বশেষ অ্যালবাম ছিল ‘যেতে হবে বহুদূর’। এটি প্রকাশ হয়েছিল ২০০৩ সালে। আর তপন চৌধুরীর মুক্তিপ্রতীক্ষিত নতুন অ্যালবামের নাম ‘ফিরে এলাম’। এটি বাংলা ঢোলের ব্যানারে প্রকাশ পাবে নতুন বছরের ৭ই জানুয়ারি। একই দিন রাজধানীর একটি অভিজাত হোটেলে নানা আয়োজনে পালিত হবে তপন চৌধুরীর সংগীত জীবনের চার দশকপূর্তি উৎসব। অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে সেই উৎসবে। এ বিষয়ে তপন চৌধুরী বলেন, ১৩ বছর পর অ্যালবাম প্রকাশ করছি। এটাতো আসলেই আমার ফিরে আসা। নামটাও রেখেছি তাই এ বিষয়টি চিন্তা করেই। গেল ১২ বছরে আমি অনেক গান তৈরি করেছি কানাডা ও বাংলাদেশের বিভিন্ন স্টুডিওতে। কিন্তু সব মিলিয়ে ব্যাটে বলে মিলেনি। তবে এবার বিলম্ব হলেও নিজের পছন্দমতো গান নিয়ে ফিরছি। এদিকে তপন চৌধুরীর ‘ফিরে এলাম’ অ্যালবামে গান থাকছে মোট ৭টি। এর মধ্যে ২টি গান পুরনো। এরমধ্যে পাঁচটি গান তৈরি করেছেন দেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী সুবীর নন্দী। অন্য গানগুলোর সুর করেছেন পুলক অধিকারী, সেজান মাহমুদ প্রমুখ। ‘যেতে যেতে কেন পড়ে বাধা’ এবং ‘পলাশ ফুটেছে’ শিরোনামের জনপ্রিয় গান দুটি নতুন সংগীতায়োজনে আবারো কণ্ঠে তুলেছেন তপন। এ বিষয়ে তপন চৌধুরী বলেন, অনেক সময় নিয়ে এ গানগুলো চূড়ান্ত করেছি। আমার সংগীত জীবনের চার দশক পূর্তি উদযাপন অনুষ্ঠানে এ গানগুলো অ্যালবামের মাধ্যমে প্রকাশ পাবে। এ উপলক্ষে বাংলা ঢোল বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে। এদিকে ৭ই জানুয়ারি তপন চৌধুরীরর অ্যালবাম প্রকাশ ও চার বছর পূর্তি উদযাপনের সময় থাকবেন দেশের সংগীত জগতসহ সংস্কৃতিক অঙ্গনের অনেক বরেণ্য ব্যক্তিত্বরা। পর্যায়ক্রমে এ অ্যালবামের গানগুলো ভিডিও করা হবে বলেও জানা গেছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.