ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে সিএসকেএ মস্কোর বিপক্ষে জয় দেখলো টটেনহ্যাম হটস্পার। প্রতিপক্ষ মাঠে টটেনহ্যামের জয়সূচক একমাত্র গোলটি আদায় করেন দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকার সন হিউং-মিন। এতে গর্বের এক তালিকায় নাম ওঠে এ এশিয়ান ফুটবলারের। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ আসরে একাধিক ক্লাবের জার্সি গায়ে গোল পাওয়া মাত্র দ্বিতীয় এশিয়ান ফুটবলার তিনি। এর আগে চ্যাম্পিয়ন্স লীগে জার্মান দল বায়ার লেভারকুসেনের জার্সি গায়ে গোল পান সন হিউং-মিন। ইউরোপের পৃথক দুই দলের হয়ে গোলের অপর ঘটনাটাও কোরিয়ানদের। ডাচ ক্লাব পিএসভি আইন্দোফেন ও ইংলিশ দল ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লীগে গোলের কৃতিত্ব দেখান দক্ষিণ কোরিয়ার সাবেক ফুটবলার পার্ক জি সুং। ইংলিশ ডিফেন্ডার ড্যানি রোজ, অ্যারিক ডায়ার, বেলজিয়ান উইংগার মুসা দেমবেলে ও ফরাসি স্ট্রাইকার মুসা সিসোকো ও ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেনকে ছাড়াই সিএসকেএ মস্কোর বিপক্ষে দল সাজান টটেনহ্যামের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। আর প্রতিপক্ষ মাঠে ম্যাচের ৭১তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলার পাসে গোল আদায় করেন টটেনহ্যাম তারকা সন হিউং-মিন। এতে নেতিবাচক এক রেকর্ডে নাম ওঠে মস্কোর দলটির। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে সিএসকেএ’র জালে কমপক্ষে এক গোল জড়াতে দেখা গেলো টানা ২৪ ম্যাচে। এমন ভোগান্তির রেকর্ড রয়েছে আর কেবল রুশ রাজধানীর অপর দল স্পার্টাক মস্কোর। চলতি মৌসুম পাঁচ ম্যাচে ৫ গোল পেলেন টটেনহ্যাম স্ট্রাইকার সন হিউং-মিন। গত মৌসুমে ৩৭ ম্যাচে হিউং-মিন পান ৫ গোল। ২০১৫ সালে ২২ মিলিউন পাউন্ডের ট্রান্সফারে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে পাড়ি দেন সন হিউং-মিন। স্পারদের জার্সিগায়ে ৪১ ম্যাচে সন পেয়েছেন ৮ গোল। ম্যাচের ফল
সিএসকেএ ০-১ টটেনহ্যাম কোপেনহ্যাগেন ৪-০ ক্লাব ব্রুগে স্পোর্টিং লিসবন ২-০ লেজিয়া ওয়ারশ মোনাকো ১-১ লেভারকুসেন লেস্টার সিটি ১-০ এফসি পোর্তো দিনোমো জাগরেব ০-৪ জুভেন্টাস সেভিয়া ১-০ লিঁও ডর্টমুন্ড ২-২ রিয়াল মাদ্রিদ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.