টেস্টে ৫০০ ম্যাচের ল্যান্ডমার্ক স্পর্শ করলো ভারত। আর এ উপলক্ষে টেস্টে ভারতের স্বপ্নের দল নির্বাচনে ক্রিকেটপ্রেমীদের কাছে ভোটের আহ্বান করে দেশটির ক্রিকেট বোর্ড- বিসিসিআই। অনলাইনে ভোটের মাধ্যমে তারা বেছে নিয়েছেন ভারতের স্বপ্নের টেস্ট একাদশটি। তবে এ একাদশে জায়গা হয়নি ভারতের টেস্ট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। আর ভারতের স্বপ্নের দলে স্থান পেয়েছেন টেস্টের অনিয়মিত খেলোয়াড় যুবরাজ সিং। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রাহুল দ্রাবিড়। ৯৬ শতাংশ ভোট পড়েছে ‘দ্য ওয়াল’ খ্যাত ব্যাটসম্যান রাহুলের নামে। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ শতাংশ ভোট পেয়েছেন সাবেক লেগ স্পিন তারকা অনিল কুম্বলে। অলরাউন্ডার কপিল দেব পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৯১ শতাংশ এবং ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পেয়েছেন ৯০ শতাংশ ভোট। তবে ভোটে অনেকটাই পিছিয়ে ভারতের লিটল জিনিয়াস শচীন টেন্ডুলকার। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের মালিক শচীন পেয়েছেন ৭৩ শতাংশ ভোট। এতে যুবরাজ সিংয়ের পক্ষে ভোট পড়েছে ৬২ শতাংশ। তবে অনলাইন ভোটে ক্রিকেটপ্রেমীদের নির্বাচিত স্বপ্নের এ টেস্ট দলে জায়গা পাননি বিজয় হাজারে, ভিনু মানকড়, এরাপল্লি প্রসন্ন, পলি উমড়িগড়, গুন্ডাপ্পা বিশ্বনাথের মতো ভারতীয় ক্রিকেট কিংবদন্তিরা। টেস্টে ৪৯ ম্যাচে দ্বিতীয় সর্বাধিক ২১ জয়ের রেকর্ড ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। তবে হার-জিতের অনুপাতে অধিনায়ক সৌরভ ভারতের বাকিদের ছাড়িয়ে। অধিনায়ক সৌরভ গাঙ্গুলির হার-জিতের অনুপাত ১.৬৪। আর সর্বাধিক ৩০ জয়ের ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুপাত ১.৫০।