দেশের টিভি চ্যানেলগুলোতে নাটক, টেলিছবি, নৃত্যানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, সেলিব্রিটি টকশোসহ নানা ধরনের অনুষ্ঠান প্রচার হয়ে আসছে নিয়মিত। একটা সময় এসব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন দর্শকরা। কিন্তু সময়ের পরিক্রমায় এসব টিভি অনুষ্ঠান দর্শক হারাচ্ছে ক্রমশ। দেশীয় ড্রইংরুম মিডিয়ার কেন এই করুণ দশা- এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট অনেকেই বলছেন, এর অন্যতম কারণ হচ্ছে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সহজলভ্যতা। সেসব চ্যানেলের অতি জৌলুসপূর্ণ অনুষ্ঠানগুলো আমাদের দেশের দর্শকরা এখন খুব সহজেই পেয়ে যাচ্ছেন বলে দেশীয় টিভি অনুষ্ঠান থেকে তারা দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন। প্রকৃতপক্ষে এটাই কি কারণ? এমন জিজ্ঞাসার উত্তরে পাওয়া গেছে এর পক্ষ এবং বিপক্ষ দুই ধরনের অভিমত। বিশিষ্টজনদের সেসব অভিমত নিয়েই সাজানো হয়েছে এ প্রতিবেদন। গ্রন্থনা করেছেন মারুফ কিবরিয়া
রহমত আলী আমার পরিষ্কার কথা। ভারতীয় চ্যানেল বন্ধ করে দিতে হবে। এখানে ভারতীয় চ্যানেল সমপ্রচার হতে থাকলে দর্শক ফেরানো সম্ভব নয়। আমাদের নাটকের অবস্থা অনেক ভালো। অনেক ভালো গল্পের নাটক নির্মাণ হচ্ছে। প্রচারও হচ্ছে। কিন্তু দর্শক দেখছেন না। কারণ, ভারতীয় চ্যানেলের যে প্রভাব সেটা আমাদের দর্শককে টেনে নিয়েছে। আর ভারতেও আমাদের কোনো চ্যানেল সমপ্রচার হচ্ছে না। তাহলে বাংলাদেশে কেন চলবে। আমার শেষ কথা- আগেও বলেছি এখনও বলছি। ভারতীয় চ্যানেল বন্ধ করে দিলেই সব ঠিক হয়ে যাবে। সেজন্য সরকারকে এগিয়ে আসতে হবে। একমাত্র সরকারের হস্তক্ষেপেই দেশের টিভি মাধ্যমকে বাঁচানো সম্ভব বলে আমি মনে করি।
ফজলুর রহমান বাবু দর্শক তাদের বিনোদনের জন্য ভারতীয় চ্যানেলকে বেছে নিচ্ছেন। বিষয়টি শুনতে ও জানতে কার ভালো লাগে। আসলে এটা কোনো সুখকর সংবাদ নয়। ভারতীয় চ্যানেলের অনুমতি আছে। সেগুলো এখানে চলবে। আটকে রাখা বা বন্ধ করে দেয়ার কোনো সুযোগ তো নেই। এখন বিশ্বব্যাপী সেসব চ্যানেল প্রচার হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা কি করছি! আমাদের দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন না কেন! এক কথায় বলতে পারি- আমাদের ভালো মানের কোনো অনুষ্ঠান নেই। ভালো স্ক্রিপ্ট নেই, অনুষ্ঠানের কোনো নিয়মনীতি নেই। এটা আমাদেরই অক্ষমতা। একটা সময় ছিল, যখন দর্শক তৈরি হয়েছিল। কিন্তু এখন সেটা নেই। মানহীন অনুষ্ঠান, আর ভালো নাটকের অভাবে সে জৌলুস হারাতে বসেছি আমরা। এখানে আরেকটি সমস্যা রয়েছে বাজেট। এটা যদি ঠিক না থাকে তাহলে ভালো মানের কোনো কিছুই করা সম্ভব নয়। আমরা আগে যখন কাজ করতাম, ভালো একটা নাটক উপহার দেয়ার জন্য রিহার্সাল করতাম। তারপর শুটিং। এখন সে সময়টা পাওয়া যায় না। বাজেট কম থাকায় নির্মাতাকে স্বল্প সময়ের মধ্যে শুটিং শেষ করতে হয়। সে সঙ্গে বিজ্ঞাপন বিরতির একটা সমস্যা তো রয়েছেই। সবমিলিয়ে, এসব সমস্যার সমাধান না হলে দর্শক ফেরানো সম্ভব হবে না।
বিপাশা হায়াত ভারতীয় চ্যানেলের দোষ নেই। আমাদের নাটক-অনুষ্ঠানের মানের কোনো ঠিক নেই। ঠিকভাবে একটি নাটকের গল্প দর্শককে শোনাতে পারছি না। যেভাবে উপস্থাপন করার কথা সেভাবে হচ্ছে না। আমি নিজেও একজন দর্শক। টিভি সেটের সামনে বসলে কোনো নাটক দেখতে পারি না। খবর দেখা যায় না। শুধু বিজ্ঞাপন। তাছাড়া নাটক বাছাইয়ের ক্ষেত্রে বাছ-বিচার নেই। যেসব প্রচার হচ্ছে সেগুলোকে আমি নাটকই বলি না। আমার কাছে অনর্থই মনে হয় সব। কারা এসব দেখাচ্ছে আমি ঠিক বুঝি না। নাটকের ক্ষেত্রে বিজ্ঞাপনী সংস্থার হস্তক্ষেপ চলে এসেছে। আমরা খুব দ্রুত ধ্বংসের পথে চলে যাচ্ছি।
চয়নিকা চৌধুরী আমাদের সংস্কৃতি, আমাদের দেশপ্রেম এবং আমাদের বোধ। এই ব্যাপারটি যদি না থাকে তাহলে কি আশা করা যাবে? কথাটি বললাম এই কারণে, আমাদের দেশে ভালো ভালো নাটক নির্মাণ হচ্ছে, অনুষ্ঠানও ভালো হচ্ছে। কিন্তু নিজের দেশের প্রতি শ্রদ্ধাবোধ জায়গাটি কারো যদি না থাকে তাহলে ভারতীয় চ্যানেলের দোষ দেয়া যাবে না। সেটা আমাদেরই লজ্জা। আমার বাসায় ভারতীয় চ্যানেল কিংবা ওইসব চ্যানেলে প্রচার হওয়া কোনো সিরিয়াল দেখা হয় না। এমন মনোভাব যদি সবার মধ্যে থাকে তাহলে অনেক আগেই দেশের টেলিভিশন মাধ্যমটি আরও এগিয়ে যেতে পারতো। কিন্তু এখানে কথা হচ্ছে, আমাদের দেশের নাটক কিংবা অনুষ্ঠানে ভালো বাজেট থাকে না। সে কারণে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে কাজ করতে হয়। এছাড়া টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের আধিক্য একটা বড় বাধা। অন্যদিকে ভারতীয় চ্যানেলগুলোর সিরিয়ালে ভালো বাজেট থাকে। সেক্ষেত্রে বিজ্ঞাপন প্রচারে একটা সীমাবদ্ধতা থাকায় দর্শককে আকৃষ্ট করে। সুষ্ঠু নিয়মনীতি আছে। এখানে আসলে বলার মতো তেমন কিছু নেই। আমাদের নিজের ভালোটা সবাইকে বুঝতে হবে। দেশের প্রতি ভালোবাসার জায়গাটা তৈরি করতে হবে। আর সঙ্গে সরকার, চ্যানেল কর্তৃপক্ষ এবং বিজ্ঞাপনদাতা- সবার একাত্মতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনই পারবে এই সংকট থেকে উত্তরণের।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.