ইনিংসের ১১.২তম ওভারে ইংলিশ ওপেনার জেসন রয়ের উইকেট তুলে নিলেন সাকিব আল হাসান। আর গর্বের এক রেকর্ডে সাকিব ছাড়িয়ে গেলেন অজি লিজেন্ডারি বোলার শেন ওয়ার্নকে। নিজ মাটিতে ওয়ানডে ক্যারিয়ারে সাকিবের এটি ১৩৫তম শিকার। স্বদেশের মাটিতে সর্বাধিক উইকেটের তালিকায় এতে শেন ওয়ার্নকে টপকে পঞ্চম স্থানে উঠে এলেন সাকিব। ২০০৬ থেকে টানা ১০ বছরের ক্যারিয়ারে নিজ মাটিতে ৮৯ ম্যাচ খেললেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসানের ক্যারিয়ার সেরা বোলিংটাও (৫/৪৭) স্বদেশের মাটিতেই। ১৯৯৩ থেকে ২০০৩ পর্যন্ত দশ বছরের ক্যারিয়ারে নিজ মাটিতে ৮৪টি ওয়ানডে খেলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিন তারকা শেন ওয়ার্ন। এখানে ২৪.৪০ গড়ে ওয়ার্নের শিকার ১৩৪ উইকেট। তবে এমন তালিকার শীর্ষে রয়েছেন শন পোলক। স্বদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার এ পেস তারকার শিকার ১৯৩ উইকেট। নিজ মাটিতে সর্বাধিক উইকেট বোলার ম্যাচ উই. সেরা গড় সাল শন পোলক (দ.আফ্রিকা) ১২৭ ১৯৩ ৬/৩৫ ২০.২৩ ১৯৯৬-০৮ ব্রেট লি (অস্ট্রেলিয়া) ৯৫ ১৬৯ ৫/২২ ২৩.৩৪ ২০০০-১২ গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ৯৫ ১৬০ ৫/২৭ ২০.১২ ১৯৯৩-০৭ মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) ১০৯ ১৫৪ ৫/২৩ ২৪.৬২ ১৯৯৩-১১ সাকিব আল হাসান (বাংলাদেশ) ৮৯ ১৩৫ ৫/৪৭ ২২.৭৮ ২০০৬-১৬ শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ৮৪ ১৩৪ ৫/৩৩ ২৪.৪০ ১৯৯৩-০৩ জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ৮৮ ১৩১ ৪/১৮ ২৬.৪৮ ২০০৩-১৪ ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড) ১২৯ ১২৯ ৫/৭ ৩১.৫৭ ১৯৯৭-১৫ ডোয়াইন ব্রাভো (ও. ইন্ডিজ) ৯৩ ১২৬ ৬/৪৩ ২৭.১৯ ২০০৪-১৪ অনীল কুম্বলে (ভারত) ৯০ ১২৬ ৬/১২ ২৮.৯৩ ১৯৯০-০৭
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.