২০০৯ থেকে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলছে আফগানিস্তান। আইসিসি’র এই সহযোগী দেশটি বাংলাদেশে আসার আগে মাত্র দুটি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে সিরিজ খেলেছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজটি ছিল ২০১২ সালে। এরপর টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে আফগানরা। এবার সুযোগ এসেছে বাংলাদেশের বিপক্ষে জয়ের। প্রথম ম্যাচে বাংলাদেশ কষ্ট করে মাত্র ৭ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায়। আজ শেষ ম্যাচের জয় পরাজয় নির্ভর করবে কার হাতে উঠছে ট্রফি! প্রথম ম্যাচে হারলেও ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের চমকে দিয়েছিলেন হাসমতউল্লাহ শাহীদ। শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে প্রত্যয় ব্যক্ত করলেন ফের বাংলাদেশকে হারানোর। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে তাদের মাটিতে আমরা প্রথম সিরিজ খেলছি। আশা করি এটাই শেষ নয়। প্রতিটি দলের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চাই। ভবিষ্যতেও ভালো খেলতে চাই এবং ম্যাচ জিততে চাই।’ অন্যদিকে আফগানিস্তানের অধিনায়ক আসগর স্তানিকজাই জানিয়েছেন, বাংলাদেশের মাটিতে সিরিজ জয় হবে তাদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য। কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় তারা। এখন পর্যন্ত আইসিসি’র এই সহযোগী দেশটির সেরা সাফল্য জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের দু’টি সিরিজ ৩-২ ব্যবধানে জয়। ওয়ানডেতে নেদারল্যান্ডস, কানাডা, স্কটল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের সিরিজ ড্র করেছে তারা। দুই ম্যাচের একটি সিরিজে স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে। এছাড়াও কেনিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। আয়ারল্যান্ড ও টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের সঙ্গে চার ম্যাচের দু’টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে তারা। এবার বাংলাদেশে সিরিজ জিততে আত্মবিশ্বাসী আফগানরা। অবশ্য এজন্য তারা প্রথম দুই ম্যাচের ভুলগুলো আর করতে চান না। হাসমতউল্লাহ বলেন, ‘আমরা এখানে ইতিবাচক ক্রিকেট খেলতে এসেছি। আমরা প্রথম দুই ম্যাচে কিছু ভুল করেছি। প্রথম ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। গত ম্যাচেও আমরা কিছু ভুল করেছি। আগামী ম্যাচে সেই ভুলগুলো না করে আরও ভালো কিছু করার দিকেই জোর দিচ্ছি আমরা।’ শুধু তাই নয়, বাংলাদেশ দলে শেষ ম্যাচে কে আসছে বা কি পরিবর্তন আসছে তা নিয়ে খুব একটা চিন্তিত নয় আফগান ক্রিকেটাররা। পেসার রুবেল কে বা দিয়ে দলের স্পিন শক্তি বাড়তে স্পিনার মোশরারফ হোসেন রুবেলকে দলে টেনেছে বাংলাদেশ। এই পরিবর্তন নিয়ে হাসমতউল্লাহ বলেন, ‘বাংলাদেশ দলে কে এলো আর কে গেলো তা নিয়ে আমরা ভাবছি না। আমরা প্রথম দুই ম্যাচে কী করেছি, কী ভুল ছিল আর কী করতে পারবো তাই এখন আমাদের চিন্তাতে। আমাদের কোচ লাল চান রাজপুত ও অধিনায়ক যে ভাবে পরিকল্পনা দেবে সে ভাবেই এগিয়ে যেতে চাই। আশা করি তাহলে জয় আসবে ইনশাআল্লাহ্।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.