মুন্সীগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে নিমজ্জিত প্রাইভেটকারটি গতকাল বিকাল ৩টায় উদ্ধার করা হয়েছে। তবে, নিখোঁজ প্রাইভেটকারের (ঢাকা মেট্রো ক-০৪-০০৭৩) জালালউদ্দিন রুমির (১৯) সন্ধান পাওয়া যায়নি। প্রাইভেটকার থেকে ২টি মোবাইল সেট পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছেন, মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন। দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর নিমজ্জিত প্রাইভেটকারটি উদ্ধার করা হলেও নিখোঁজ রুমির সন্ধান মেলেনি। শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে প্রাইভেট কারটি ধলেশ্বরী নদীতে পড়ে ৬০ ফুট গভীরে তলিয়ে যায়। নিখোঁজ রুমির আত্মীয়-স্বজনরা এখন ধলেশ্বরী নদীর পাড়ে লাশের অপেক্ষায় রয়েছেন। জালালউদ্দিন রুমি নারায়ণগঞ্জ সদর উপজেলার আমলাপাড়ার হাজী আবদুর রউফের ছেলে। এদিকে শনাক্ত হওয়ার পর নিমজ্জিত প্রাইভেটকারটি বিআইডব্লিউটিএর ডুবুরি মো. মাসুদের নেতৃত্বে উদ্ধার করা হয়। মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, শুক্রবার মধ্যরাত ১২টার দিকে জালালউদ্দিন রুমি একটি বিয়ের অনুষ্ঠান শেষে তার ৪-৫ বন্ধুকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুরে ঘুরতে আসেন। এ সময় পশ্চিম মুক্তারপুর এলাকার সেতু প্রান্তে প্রাইভেটকারের চালক রুবেলসহ তাদের রেখে রুমি সেতুর ওপর প্রাইভেটকার নিয়ে উঠে যান। নিখোঁজ রুমি ভাই মো. ফারুক আহমেদ জানান, রুমি প্রাইভেটকারটি চালিয়ে সেতুর মাঝপথে আসার পর প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পশ্চিম পাশের রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে তলিয়ে যায়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.