বরাদ্দ নিয়েও সিলেট বিকেএসপি ফুটবল একাডেমি পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে নতুন করে আর বাফুফেকে বরাদ্দ দেয়া হচ্ছে না বিকেএসপি। আগামী জানুয়ারি থেকে সিলেট বিকেএসপি পূর্ণাঙ্গরূপে চালু করা হবে। বিভিন্ন ডিসিপ্লিনে ছাত্রছাত্রী ভর্তি করে একাডেমির কার্যক্রম চালু করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ২০১১ সালে মাসিক ৫০ হাজার টাকা ভাড়ায় পাঁচ বছরের জন্য বিকেএসপি লিজ নিয়েছিল বাফুফে। লিজ নেয়ার পর ভাড়ার একটি টাকাও বিকেএসপিকে দেয়নি তারা। সেই হিসাবে প্রায় ৩০ লাখ টাকা পাবে বিকেএসপি। শুধু তাই নয়, সিলেট ফুটবল একাডেমির সংস্কারের জন্য অর্থ মন্ত্রণালয় দুই কোটি টাকা দিয়েছিল। ফিফা থেকেও মোটা অঙ্কের সহায়তা পেয়েছিলো বাফুফে। তারও কোনো হদিস নেই। অথচ পাঁচ বছরে একাডেমিতে ফুটবলারদের প্রশিক্ষণ দেয়া হয়েছিল মাত্র কয়েক মাস। একাডেমির জন্য ডাচ্ কোচ রেনে কোস্টার ও স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজ মরেনোকে নিয়োগ করেও তাদের কাজে লাগানো হয়নি। রেনে কোস্টার জাতীয় দলের সঙ্গে বছরখানেক কাজ করে পাওনা বকেয়া থাকায় দেশে ফিরে গেছেন। ফিফার কাছে নালিশ করে বাফুফেকে জরিমানা করিয়েছেন। অন্যদিকে মরেনোর কোনো ধরনের কোচিং অভিজ্ঞতা না থাকার পরও এক প্রভাবশালী কর্মকর্তার মেয়ের হস্তক্ষেপে বাফুফের কোচ হয়েছিলেন। তার বেতন-ভাতা দেয়ার কথা ছিল এসএস স্টিল মিলের। একাডেমি নয়, কয়েক মাস জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন মরেনো। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ বিধ্বস্ত হওয়ায় পর মরেনোকে সরিয়ে দেয় বাফুফে। ২০০৮ সালে বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর ফুটবল একাডেমি করার অনেক গল্প শোনানো হয়েছিল। ২০০৯ সালে গাজীপুরে তিন শ’ বিঘা জমির ওপর নিজস্ব অর্থায়নে একাডেমি করার ঘোষণা দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেই ঘোষণা থেকে পরে সরে আসেন তিনি। পরবর্তী সময়ে ফুটবল একাডেমি পরিচালনার জন্য বেক্সিমকোর কাছ থেকে তিন বছরে ২৪ কোটি টাকা পাওয়া যাবে বলে মিডিয়াকে জানানো হয়। ওই পর্যন্তই। মুখের কথা মুখেই থেকে গেছে। বাস্তবায়ন হয়নি। এবার বাফুফের নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করে বলা হয়েছিল, প্রত্যেক জেলা ও উপজেলায় একাডেমি করার উদ্যোগ নেয়া হবে। কিন্তু জেলা-উপজেলা দূরে থাক, একমাত্র সিলেট বিকেএসপি একাডেমিই চালু রাখতে পারল না বাফুফে। এটা চালিয়ে যাওয়ার সদইচ্ছাও নেই বাফুফে সভাপতি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.