মুশফিকুর রহীম বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। কিন্তু তিনি যে টি-টোয়েন্টি ফরমেটেও কম যান না তার প্রমাণ দিয়ে চলেছেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল)। গতকালই বিপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান হয়ে যেতে পারতো তার। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৫ রানের জন্য হলো না। হয়তো আজ চিটাগাং ভাইকিংসের বিপক্ষে এ মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। তবে এক হাজার রান না হলেও এখন দেশি ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলে দ্বিতীয় সর্বাধিক ফিফটির মালিক তিনি। গতকাল বরিশাল বুলসের হয়ে ৮১ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি। এ আসরে তখন পর্যন্ত সর্বোচ্চ ইনিংস। অবশ্য পরের ইনিংসে সাব্বির রহমান তাকে টপকে যান। বিপিএল-এ এটি মুশফিকের ৭ম ফিফটি। এর আগে ৭টি ফিফটির মালিক হন ব্রড হজ। অবশ্য এ আসরে প্রথম ম্যাচে ফিফটি হাঁকিয়ে ব্রড হজকে ছুঁয়ে ছিলেন তামিম ইকবাল। তারপর দুটি ফিফটি হাঁকিয়ে তামিমকে ছুঁয়ে ফেলেন মুশফিক। গতকাল পর্যন্ত চার আসরে ৩৭ ম্যাচ খেলে মুশফিক ৪১.৫৪ গড়ে করেছেন ৯৯৫ রান। তার সমান ম্যাচ খেলে ৭৭৫ রান করে আছেন সাকিব আল হাসান। ২২ ম্যাচে ৭৫৬ রান করে ব্রড হজের অবস্থান তৃতীয়। গতকাল রাজশাহী কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ২১ রানে ২ উইকেট হারায় বরিশাল বুলস। এরপর দলের হাল ধরেন শাহরিয়ার নাফীস ও অধিনায়ক মুশফিকুর রহীম। ৪০ বলে ৫০ রান করতে মুশফিক হাঁকিয়েছিলেন ৪টি চার ও ২টি ছয়ের মার। কিন্তু বাকি ৩১ রান করতে খেলেন মাত্র ১২ বল। ৫২ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন মুশফিক। হাঁকান ৫টি চার ও ৪টি ছয়ের মার। বিপিএলে মুশফিকের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮৬। মুশফিক এবার বিপিএল শুরু করেন ৫টি ফিফটিতে ৮৩১ রান নিয়ে। কিন্তু এরই মধ্যে ২টি ফিফটি হাঁকিয়ে মাত্র ৩ ম্যাচে করেছেন ১৬৪ রান। মুশফিক ছাড়াও বিপিএলে এই আসরে দুটি ফিফটি করেছেন তারই সতীর্থ শাহরিয়ার নাফীস। বিপিএল পরিসংখ্যান বিপিএলে সর্বাধিক রান ক্রিকেটার ম্যাচ সময় রান গড় ৫০/১০০ মুশফিকুর রহীম ৩৭ ২০১২/২০১৬ ৯৯৫ ৪১.৪৫ ৭/০ সাকিব আল হাসান ৩৭ ২০১২/২০১৬ ৭৭৫ ২৭.৬৭ ৩/০ ব্রড হজ ২৩ ২০১২/২০১৩ ৭৫৬ ৪২.০০ ৭/০ এনামুল হক বিজয় ৩৯ ২০১২/২০১৬ ৭৩৫ ২৩.৭০ ৩/০ মাহমুদুল্লাহ রিয়াদ ৪০ ২০১২/২০১৬ ৭৩২ ২৩.৬১ ৩/০ বিপিএলে সর্বাধিক ফিফটি ক্রিকেটার ম্যাচ সময় রান গড় ৫০/১০০ ব্রড হজ ২৩ ২০১২/২০১৩ ৭৫৬ ৪২.০০ ৭/০ তামিম ইকবাল ২৪ ২০১২/২০১৬ ৬১৮ ২৮.০৯ ৭/০ মুশফিকুর রহীম ৩৭ ২০১২/২০১৬ ৯৯৫ ৪১.৪৫ ৭/০ আহমেদ শেহজাদ ২০ ২০১২/২০১৬ ৬৯০ ৪৩.১২ ৬/০ শামসুর রহমান ১৯ ২০১২/২০১৬ ৪৯৭ ২৯.২৩ ৬/০
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.