সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত বদরুল আলমের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোন ধরনের সম্পর্ক নেই বলে দাবি করেছে ছাত্রলীগ।মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিলেট এমসি কলেজে সন্ত্রাসী ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ অত্যন্ত ব্যথিত এবং আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। নৃশংস সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত এবং আটক বদরুল আলমের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমানে কোন ধরনের সম্পর্ক নেই।’
এতে বলা হয়, ‘বর্তমানে সন্ত্রাসী বদরুল আলম শিক্ষক হিসেবে সুনামগঞ্জের ছাতক উপজেলার আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছে। বাংলাদেশ ছাত্রলীগ গণতন্ত্র মোতাবেক শুধুমাত্র নিয়মিত ছাত্ররাই সংগঠনের সদস্য হিসেবে সক্রিয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, কোন চাকুরীজীবী না। সাংগঠনিক নিয়মেই কর্মক্ষেত্রে যোগদানের সঙ্গে সঙ্গেই তার সদস্যপদ বাতিল বলে গণ্য হয়।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সিলেট এমসি কলেজে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড একান্তই বদরুল আলমের ব্যক্তিগত নৃশংসতা। তার ব্যক্তিগত অপকর্মের দায়ভার কোন ভাবেই বাংলাদেশ ছাত্রলীগ নিতে পারে না।’
যেহেতু বদরুল বর্তমানে ছাত্রলীগের সাথে সম্পর্কহীন এবং অন্য একটি পেশায় কর্মরত, তাই গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়,সন্ত্রাসী বদরুল আলমের ব্যক্তিগত অপকর্মের সাথে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে জড়াবেন না বা বাংলাদেশ ছাত্রলীগের নাম ব্যবহার করবেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত খাদিজা আক্তার নার্গিস ও তার পরিবারের এই দুঃসময়ে বাংলাদেশ ছাত্রলীগ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সার্বক্ষণিক পাশে আছে ও থাকবে। বদরুল আলম এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বানও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নার্গিসকে সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরপরই এ ঘটনায় অভিযুক্ত শাবির অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুলকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.