মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬ শিক্ষকের প্রশ্ন: বিপজ্জনক মানে কী বল তো? ছাত্র: বিপজ্জনক হচ্ছে ‘বিপদের জনক’। শিক্ষক (বেত হাতে এগিয়ে এসে): একদম ঠিক বলেছিস—বিপদের বাপ! পাঠক মেষ, চলতি সপ্তাহে আপনি প্রায় সব ধরনের বিপদ থেকে রেহাই পাবেন বলে আমি বিশ্বাস করি। জয় হোক! বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১ হারমোনিয়াম, আপনি জানেন, এই উপমহাদেশের সংগীতের একটি অপরিহার্য যন্ত্র। বিশ্বে হারমোনিয়ামের চেহারার কি–বোর্ড অবশ্য আছে, তবে ঠিক হারমোনিয়াম বলে কিছু নেই। সুকণ্ঠী বৃষ, চলতি সাত দিন আপনার ভাগ্যের হারমনি…অর্থাৎ সামঞ্জস্য বজায় থাকবে আপনার সব ধরনের কাজে। মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬ অভিনয় আর অনুকরণ হচ্ছে একই টাকার এদিক-ওদিক। ভেবে দেখুন, অভিনেতা নারী-পুরুষকে অনুকরণশিল্পী বললে ভুল হয় কি না।…চলতি সাতটি দিন আমরা উপহার দিতে চাই প্রধানত মিথুন শিল্পী এবং ব্যবসায়ী-শিল্পপতিদের। জীবনের সব ক্ষেত্রে আপনার নেতৃত্ব টিকে থাক…এই কামনা করি। কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২ ইংরেজি ‘প্যাশন’ শব্দটির জুতসই বাংলা কী হতে পারে আমি বুঝে উঠতে পারি না। ধরা যাক, প্যাশন মানে ‘নেশাগ্রস্ত পাগলামি’। যা-ই হোক, এ সপ্তাহে কোনো কাজে আপনার প্যাশন জেগে উঠবে প্রবলভাবে। এই ‘টালমাতাল পাগলামি’ আপনার চরিত্রের একটা বড় শক্তি। সফল হোক আপনার চলতি সপ্তাহ। সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১ বছর দশেক আগে থেকে আমাকে ফোন করেন এক অজ্ঞাত গ্রামীণ যুবক। সিলেটি ভাষায় গড়গড় করে তাঁর সুদীর্ঘ বক্তব্য চলতেই থাকে। শুরুতেই তিনি আমাকে বলেন: বুঝতে পারলেন তো আব্বা, আমি আপনার ডিয়ার ‘সিংগো’। আর, মেষ রাশিটাও তো আমি আপনার কাছ থেকে কিনে নিয়েছি। তো আব্বা, ইসমাইলকে পুলিশে ধরে নিয়ে গেছে। অথচ ওর কাছে আমার ‘সর্বমুট’ আঠারোটা দুকানের চাবি। এখন আমি কী করব…আগামী শনিবার সকালে তা একটু লিখে দিবেন, ইত্যাদি।… প্রিয় সিংহ, তামাশা নয়, সত্যি বলছি…চলতি সপ্তাহটি আপনার নিদারুণ সফল হবে। কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২ ঝামেলা যে পাকায়, আর ঝামেলাতে যে ইন্ধন জোগায়…‘তব ঘৃণা যেন তারে তৃণসম দহে’। কথাটা আপনাকেই লক্ষ্য করে বলা হলো। তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২ ছড়ার ছন্দে আপনাকে বলি: পারো আর না-ই পারো, গুনে গুনে ছক্কা মারো। চার যদি মারতে চাও, উল্টাপুল্টা ব্যাট চালাও। আউট যদি হয়ে যাও, ‘আম্পিয়ারকে’ গালি দাও!…এই লাইনগুলোর মধ্য দিয়েই আমরা আপনাকে দিলাম আপনার সাপ্তাহিক রাশি-পরামর্শ বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২ খুব ছোটবেলা থেকেই আমি প্যারোডি বা ব্যঙ্গপদ্য ও ব্যঙ্গ গান লিখতে দারুণ ভালোবাসি। নমুনা: কুকুর আসিয়া অ্যাইসা আঁচড় দিল ফটিকের গায়/ আঁচড়ের টানে ২০ নখ লেগে/ দাগ হয়ে গেল তায়, ইত্যাদি। অন্য একটি গান—হেমন্ত মুখোপাধ্যায়ের: আমায় প্রশ্ন করে মিস রওশন আরা/ আর কত কাল তুমি রবে চাকরি ছাড়া/ জবাব কিছুই তার/ দিতে পারি নাই, শুধু/ চাকরি খুঁজে কেটে গেল এ জীবন সারা।।…বৃশ্চিক পাঠক, চলতি সপ্তাহে যা যা ঘটবে তা নোট করে রাখবেন। ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯ আমাদের সবার মনেই আছে তিনটি করে স্তর…চেতন, অর্ধচেতন এবং অবচেতন। এর মধ্যে অবচেতন মনই হচ্ছে আমাদের প্রধান নিয়ন্ত্রক। ওদিকে সব মানুষের মধ্যেই কম-বেশি দুটি সত্তা রয়েছে…অন্তর্মুখী এবং বহির্মুখী। কারও কারও একটি সত্তার চেয়ে অন্যটি অপেক্ষাকৃত অধিক শক্তিশালী। ধনু, চলতি সপ্তাহে আপনার দেহ-মন সম্পূর্ণ অর্ধচেতন মন দ্বারা পরিচালিত হবে। মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩ ভারতের আসাম প্রদেশের সব মানুষ যেমন মামলার আসামি নন, তেমনই আমরা ঢাকাবাসীরাও নই ঢাকনায় ঢাকা জনগোষ্ঠী। আপনার নাম রাখে অন্যে, তবু ওই নামের প্রতি ভালোবাসা যাঁর…তিনি হচ্ছেন আপনি নিজে। তাহলেও নামের অর্থের সাথে আপনার স্বভাব-চরিত্রের মিল নাও থাকতে পারে। চলতি সপ্তাহে আপনি আপনার ভ্রমণ শেষে ঘরে ফিরে আসবেন। কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ শীতের এক দিগন্তে আপনার-আমার শ্রেণির মানুষ। অন্য প্রান্তে ফুটপাতে শুয়ে থাকা দুনিয়ার মজলুম জনগণ। শীত আমাদের শ্রেণির কাছে এক পরম উষ্ণ বিলাস। অন্যের কষ্টে আমরা আহা টুকু যদি বলি…তো তার মধ্যে আন্তরিকতার ছোঁয়া থাকে কি? হে শিক্ষিত পাঠক, আপনাকে বোধ হয় বিরক্ত করলাম। তবু বলি, এ সপ্তাহে আপনার জন্য আমার কাছে শুভবার্তা আছে। মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩ প্রিয় মীন, আপত্তি না থাকলে আপনার সঙ্গে আমার একটি ব্যাপার শেয়ার করি: প্রায় ১৭ বছর হলো প্রথম আলো আমাকে আমার ছবি আঁকা ও লেখালেখির পৃথিবী থেকে সরিয়ে এনে রাশি লেখক বানিয়েছে। ভুল কথা, ওটা ঘটেছে আমারই আলস্যের দোষে। বড় লেখক না–ইবা হলাম, অন্তত ছোট লেখক হয়ে তো আনন্দ নিতে পারতাম।…বন্ধু, আমার মতো নিজের ব্যর্থতা ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপানোর অভ্যাস গড়ে তুলবেন না, প্লিজ। আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী
তথ্যসূএঃ ইন্টারনেট
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.