প্যারিসে হোটেলকক্ষে ডাকাতির সময় ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন মার্কিন সেলিব্রেটি কিম কারদাশিয়ান। ডাকাতরা যখন তাকে বেঁধে ফেলে, মুখে কাপড় গুঁজে দেয় এবং তারপর বাথরুমে নিয়ে যায় তখন তিনি মনে করেছিলেন যে, তারা তাকে ধর্ষণ করবে। গত রোববার রাতে প্যারিসের একটি হোটেলে অবস্থানকালে সেখানে ডাকাতি হয়। প্রায় ৯ কোটি পাউন্ডের স্বর্ণালঙ্কার ও অন্যান্য জিনিসপত্র লুটে নেয়। এ খবর ব্রেকিং রিপোর্ট হিসেবে প্রচার হতে থাকে বিশ্বময়। এর কারণও আছে। কিম কারদাশিয়ান এ সময়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে ঝড় তোলা একটি নাম। দর্শকরা তাকে সেক্স সিম্বল হিসেবেই দেখে থাকেন। তিনি প্যারিসে এসেছিলেন একটি ফ্যাশন শো উপলক্ষে। কিন্তু ডাকাতরা সেই সুযোগে তার সব কেড়ে নিয়েছে। মার্কিন মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয়েছে, ঘটনার রাতে কিম কারদাশিয়ান তার হোটেলকক্ষে বিছানায় শুয়ে ছিলেন। হোটেলটি ছিল দ্বিতল। একপর্যায়ে কিম সিঁড়িতে পদধ্বনি শুনতে পান। বুঝতে পারেন কিছু লোক উপরে উঠে আসছে। একটি স্লাইডিং গ্লাস ডোর দিয়ে তিনি দেখতে পান মুখোশপরা একজন ব্যক্তিকে। তার সঙ্গে আরেকজন। তার পরনে পুলিশের পোশাক। এ সময় তিনি দীর্ঘসময়ের বডিগার্ড প্যাসকাল ডুভিয়ারকে ডাকার চেষ্টা করেন। ডুভিয়ার তখন ছিলেন প্যারিসের একটি ক্লাবে। সেখানে কিমের বোন কোর্টনি ও কেনডাল কারদাশিয়ানের সঙ্গে ছিলেন তিনি। কিম কারদাশিয়ান বডিগার্ডকে যখনই ডাকার চেষ্টা করেন তখনই ডাকাতদের একজন ঘরে ঢুকে তার মোবাইল ফোন কেড়ে নেয়। তারপর হ্যান্ডকাফ দিয়ে তার হাত বেঁধে ফেলে। এক ডাকাত এ সময় তাকে দু’হাঁটুর মাঝে ফেলে দিয়ে তাকে চেপে ধরে। এ সময়ে তাকে ধর্ষণ করা হতে পারে বলে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন কিম কারদাশিয়ান। আতঙ্কিত কিম এমনটাই বলেছেন পুলিশের কাছে। এ সময় তিনি ডাকাতদের কাছে মিনতি করেন। বলেন, আমার সন্তান আছে। তোমরা আমাকে হত্যা করো না। একপর্যায়ে আমি তাদেরকে বলি, আমার যা যা আছে তোমরা সবই নিয়ে যেতে পারো। এ কথা বলেই কান্না করতে থাকেন কিম কারদাশিয়ান। এতে বিপদ হতে পারে এমন ভয়ে ডাকাতরা তার মুখ বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেয়। তারা তার মুখে কাপড় গুঁজে দেয়। এ সময় কিম কারদাশিয়ানের একজন স্টাইলিস্ট বন্ধু সিমোনে হারোচে ওই অ্যাপার্টমেন্টেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। কারদাশিয়ানের চিৎকার চেঁচামেচি শুনে তিনি ভয়ে নিজেকে একটি বাথরুমে আটকে আত্মরক্ষার পথ বেছে নেন এবং কারদাশিয়ানের বডিগার্ড প্যাসকালকে কল করেন। তার কল পেয়ে প্যাসকাল ফিরে আসেন ওই অ্যাপার্টমেন্টে। কিন্তু তার দু’মিনিট আগেই ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.