কলেজছাত্রী খাদিজার ওপর হামলার প্রতিবাদে সিলেটের সর্বত্রই এখন ক্ষোভ। টানা তিনদিন মহিলা কলেজের শিক্ষার্থীরা আন্দোলন চালানোর পর এখন সিলেটের মানুষ আন্দোলনে নেমেছে। গতকালও সিলেটে কয়েকটি সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ করেছে। হামলাকারীর শাস্তি নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। বলছেন, কলেজ ক্যাম্পাস হচ্ছে শিক্ষার্থীদের নিরাপদ স্থান। কিন্তু ওই স্থানে খাদিজার ওপর বর্বরোচিত হামলা কোনোভাবে সহ্য করার নয়। তারা অবিলম্বে হামলাকারীকে দ্রুত বিচারের মাধ্যমে সাজা প্রদানের দাবি জানান তারা। গতকাল বাদ জুম্মা সিলেটের মাদানি কাফেলা ঘটনার প্রতিবাদে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন করেছে। এ সময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রতিটি কলেজ-ভার্সিটি ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান। সংগঠনের সহসভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজি ও আব্দুল করিম দিলদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মুসলিম ঐক্যপরিষদের সভাপতি মাওলানা আসলাম রহমানী, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রিন্সিপাল সৈয়দ সালিম কাসেমী, দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফরুজ খান, জামেয়া হিদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতি মুতিউর রহমান, বালাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র সুলায়মান আহমদ সেলিম, সৈয়দ উবায়দুর রহমান, ক্বারি আবু ইউসুফ চৌধুরী প্রমুখ। এদিকে, বাদ জুম্মা সিলেট নগরীর শেখঘাটের সানাউল্লাহ মসজিদের সামনে মানববন্ধন করেছে শেখঘাট এলাকাবাসী। এ সময় তারা বলেন, এমসি কলেজ ক্যাম্পাসে আলোচিত এ ঘটনায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় রয়েছে। দ্রুত বিচার হয়ে হামলাকারীর শাস্তি নিশ্চিত হলে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কমে আসবে বলে জানান তারা। এদিকে, খাদিজার ওপর অতর্কিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ‘গ্রেটার সিলেট ল’ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. কামাল আহমদের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফরিদুর রহমানের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে সমিউল আলম, ব্লাস্ট-এর কো-অর্ডিনেটর ইরফানুজ্জামান চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক আব্দুল হান্নান ও এডভোকেট সৈয়দ কাওছার আহমদ। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট চিত্তরঞ্জন দাস, অ্যাডভোকেট মানিক উদ্দিন, অ্যাডভোকেট হানিফ আহমদ, এডভোকেট কবির আহমদ, অ্যাডভোকেট মনোয়ার হোসেন রুপক, অ্যাডভোকেট রিমা আক্তার, সূর্যদয় যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাসান তালুকদার সোহেল, সাধারণ সম্পাদক এ কে কামাল হোসেন, মো. ইমরান খান, মো. ইসমাঈল হোসেন, সেবুল হোসন প্রমুখ। ওদিকে, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস’র ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলাকারী দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে মহানগর বিএনপির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.