ঘুম ভাঙলেই দেখা মিলবে নরম পেঁজা তুলোর মতো মেঘের৷ চারপাশে কমলালেবুর বাগান আর খানিক দূরেই বয়ে চলেছে তিস্তা নদী৷ হিমালয়ের কোলে অবস্থিত এই গ্রাম যেন পরিবেশের স্নেহস্পর্শে হয়ে উঠেছে আরও মনোরম এবং রঙিন৷ কালিম্পংয়ের দারা ইকো ভিলেজ শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন পরিবেশের সান্নিধ্যে কাটিয়ে আসার আদর্শ জায়গা৷
উত্তরবঙ্গের এই গ্রাম একদিকে যেমন শান্তির আদর্শ ঠিকানা, অন্যদিকে তেমনই এই গ্রামের কাছাকাছিই রয়েছে কালিম্পংয়ের দুর্দান্ত সব ট্যুরিস্ট স্পট৷ তাই প্রকৃতির মাঝে বেশকিছুটা অবসর কাটানোর পাশাপাশি ঘুরে বেড়িয়েও মন ভাল রাখতে পারেন পর্যটকরা৷ তিনচুলে, ডেলো পার্ক, রঙ্গিত নদী এবং ছোটা মাংওয়া ঘুরে বেশ কয়েকদিন কাটিয়ে দিতে পারেন আনন্দেই৷
শিলিগুড়ি বাস স্টপ থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রাম শীতকালে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ৷ তবে আর কী? শীতের ছুটি কাটাতে এবার এই ইকো ভিলেজ যাচ্ছেন তো?
কীভাবে যাবেন:
শিলিগুড়িতে বাস অথবা ট্রেনে দুইভাবেই আসা যায়। আর কালিম্পংয়ের দারা ইকো ভিলেজটি শিলিগুড়ি থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে অবস্থিত। তাই শিলিগুড়িতে এসে আপনার ইচ্ছানুয়াযী যে কোন যানবাহনে করে এই ইকো ভিলেজে আসতে পারেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.