বুড়িগঙ্গাসহ ঢাকা ও এর আশপাশের নদীগুলোকে খুব শিগগিরই পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। দখলকারীদের বিরুদ্ধে জেল, জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বুধবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন নৌমন্ত্রী। চাঁদাবাজি সহ নদীপথে চলমান সব ধরণের নৈরাজ্য ও দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে এসময় জানান তিনি।
রাজধানীর আশপাশের নদীগুলোকে দূষণমুক্ত ও দখলমুক্ত করতে আবারও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ‘নদীর পাশে অবৈধ দখল করে তৈরি হওয়া বড় স্থাপনাগুলোতে আঘাত করতে চাই। বিআইডব্লিউটিএকে ইতিমধ্যে এ ধরনের ভবন বা স্থাপনা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’
নৌমন্ত্রী বলেন, ‘যে হারে দখল হয়, সেটিকে দখলমুক্ত করতে যে সক্ষমতা দরকার সেটা কম। সেই সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। এই বছরের মধ্যেই আপনারা দেখতে পাবেন, আমরা বড় স্থাপনাগুলো কীভাবে গুঁড়িয়ে দেব।’
মন্ত্রী আরো বলেন, উন্নয়নের পথে বাঁধা সৃষ্টিকারী এবং যুদ্ধাপরাধী ও জঙ্গি মদদদাতাদের জনগণ কখনই সমর্থন করবে না।
অনুষ্ঠানে ২০১৮ সালের মধ্যে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের জন্য স্থলবন্দরগুলো আধুনিকীকরণ, নদীদূষণমুক্ত ও নাব্যতা সংকট দূরীকরণ, নৌপথে চাঁদাবাজি বন্ধ করা এবং ভূমি দখলমুক্ত করতে গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.