নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ থেকেই তাদের বন্ধুত্ব। সেই হিসেবে রাইসুল ইসলাম আসাদ এবং সুবর্ণা মুস্তাফার মধ্যে বন্ধুত্বের বয়স চার দশকেরও বেশি। একই দলের হয়ে তারা দু’জন যেমন মঞ্চ মাতিয়েছেন ঠিক তেমনি টিভি নাটকেও একসঙ্গে অনেক অভিনয় করেছেন। পাশাপাশি তারা দু’জন জুটিবদ্ধ হয়ে চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ১৯৮০ সালে আসাদ এবং সুবর্ণা প্রথম জুটিবদ্ধ হয়ে সৈয়দ সালাহউদ্দীন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে দু’জনের অনবদ্য অভিনয় সেই সময়ে বেশ প্রশংসিত হয়। এরপর তারা একসঙ্গে অভিনয় করেন সৈয়দ হাসান ইমামের ‘লাল সবুজের পালা’, কাজী জহিরের ‘নতুন বউ’ এবং ১৯৮৪ সালে কাজল আরেফিনের ‘সুরুজ মিঞা’ ও বেলাল আহমেদের ‘নয়নের আলো’ চলচ্চিত্রে। এরপর তাদের দু’জনকে আর একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। দীর্ঘ ৩২ বছর অর্থাৎ তিন দশকেরও বেশি সময় পর রাইসুল ইসলাম আসাদ এবং সুবর্ণা মুস্তাফা আবারো একই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। বদরুল আনাম সৌদের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও নির্দেশনায় এ চলচ্চিত্রটির নাম ‘গহীন বালুচর’। বিষয়টি নিয়ে আসাদ এবং সুবর্ণা দু’জনই বেশ উচ্ছ্বসিত। চলচ্চিত্রের গল্পে দুই পরিবারের প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন আসাদ এবং সুবর্ণা। আসাদ অভিনয় করবেন লতিফ নামের চরিত্রে এবং সুবর্ণা মুস্তাফার চরিত্রের নাম আসমা। বহু বছর পর প্রিয় বন্ধুর সঙ্গে চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত রাইসুল ইসলাম আসাদ বলেন, মুক্তিযুদ্ধের তিন-চার বছর পর থেকেই আমাদের একসঙ্গে পথচলা। মনে হয় যেন সেই ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে কাজ করছি। তাই সবসময়ই মনে হয় আমি আর সুবর্ণা একই পরিবারের। দীর্ঘ সময় ধরে একসঙ্গে কাজ করতে করতে আমাদের মধ্যে সম্পর্কটা যেমন দৃঢ় ঠিক তেমনি কাজের বোঝাপড়াটাও বেশ ভালো। কখনো ভেবে দেখিনি যে এত বছর আমরা চলচ্চিত্রে কাজ করিনি। আশা করছি সৌদের চলচ্চিত্র বেশ ভালো কিছুই হবে। সুবর্ণা মুস্তাফা বলেন, আমি আর আসাদ টিভিতে অনেক নাটক-টেলিফিল্মে কাজ করেছি। কখনো আসাদ আমার স্বামী, কখনো ভাই, আবার কখনো আমার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছে। সত্যি বলতে কী আমাদের মধ্যে এত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে সবসময়ই আমাদের একসঙ্গে কাজ করাটা অনেক আনন্দের হয়, হয় অনেক ভালোলাগার। আমি খুব আশা করছি, আমাদের দীর্ঘদিনের বিরতির পর নতুন চলচ্চিত্রটি অনেক ভালো কিছুই হবে। আসছে ডিসেম্বরে ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.