যদিও তার জন্য বড় সুখবর নেই। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের বাইরেই রয়েছেন তিনি। তবে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন আবদুল মজিদ। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন বিসিবি একাদশের এ ওপেনার। গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১০৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন বিসিবি একাদশ ওপেনার আবদুল মজিদ। ৯৬ বলের মারকুটে ইনিংসে ১৬টি চার ও একটি ছক্কা হাঁকান আবদুল মজিদ। এতে বিসিবি একাদশের প্রথম ইনিংসের সংগ্রহ পৌঁছে ২৯৪ রানে। জবাবে ২/০ সংগ্রহ নিয়ে ম্যাচের প্রথম দিনের খেলা শেষ করে সফরকারী ইংল্যান্ড। বিসিবির ব্যাট হাতে রান পেয়েছেন নাজমুল হোসেন শান্তও। ওয়ানডাউনে নিজের উইকেট দেয়ার আগে ১৩০ বলের ইনিংসে ৭২ রান করেন বাংলাদেশের তরুণ এ ব্যাটসম্যান। তবে ভোগান্তি জারি সৌম্য সরকারের। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ওপেনার সৌম্য উইকেট খোয়ান ব্যক্তিগত ৪ রানে। অপর তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৪৭ রান। রান পাননি বাংলাদেশের দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশের পরীক্ষিত ব্যাটসম্যান মুমিনুল হক। অফ স্পিনার মঈন আলীর ডেলভারিতে ব্যক্তিগত এক রানে নিজের উইকেট উপড়ে যেতে দেখেন মুমিনুল। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন বিসিবি একাদশ অধিনায়ক সৌম্য সরকার। আর মজিদের মারমুখি ব্যাটিংয়ে ৭.৩ ওভারে স্কোর বোর্ডে প্রথম উইকেট ৫১ রান জমা করে বিসিবি। ইনিংসের শুরুর তিন উইকেটে যথাক্রমে ৫১, ৭৯ ও ৭৭ রানের জুটি গড়েন বিসিবি ব্যাটসম্যানরা। তবে ইনিংসের শেষের দিকে মলিন দেখায় বিসিবির ব্যাটিং। বিসিবি তারকারা ইনিংসের শেষ ৪ উইকেট খোয়ায় ২৩ রানে। এতে বিসিবির ব্যাটিংক্রমের শেষ পাঁচ খেলোয়াড় সাজঘরে ফেরেন ব্যক্তিগত এক অঙ্কের রানে। তবে ৬ নম্বরে ব্যাট হাতে উইকেটরক্ষক নুরুল হাসানের ৩৯ রানে বিসিবির সংগ্রহ পৌঁছে দলীয় তিনশ’র আশপাশে। ইংল্যান্ডের বল হাতে সবচেয়ে সফল জাফর আনসারি। ইংল্যান্ডের ক্যাপ মাথায় টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পাকিস্তানি বংশোদ্ভূত এ বাঁ-হাতি স্পিনার ১৬.৪ ওভারের স্পেলে ৬৮ রানে নেন চার উইকেট। ৫৫ রানে দুই উইকেট নেন ১১ বছর পর ইংল্যান্ড টেস্ট দলে সুযোগ পাওয়া স্পিনার গ্যারেথ ব্যাটি। প্রথম প্রস্তুতি ম্যাচেও দুই উইকেট পান ৩৯ বছর বয়সী গ্যারেথ। গতকাল বল হাতে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড পান দুই উইকেট। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২টি ফিফটি হাঁকান ওয়ানডাউন ব্যাটসম্যান বেন ডাকেট। বৃষ্টিবিঘ্নিত প্রথম প্রস্তুতি ম্যাচেও ৫৯ রানের ইনিংস খেলেন ইংলিশ এ তরুণ তারকা। আর গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে ব্যাট হাতে ক্রিজে যেতে দেখা যায় বেন ডাকেটকে। এতে চার ওভার বল করার সুযোগ পান বিসিবি একাদশের পেসার তাসকিন আহমেদ ও শুভাশীষ রয়। ৪২ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ময়মনসিংহের ছেলে আবদুল মজিদের রানের গড় ৪২.৩৭। এতে মজিদের রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটি। প্রথম শ্রেণির ক্রিকেট তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ২৫৩*। বাংলাদেশ-ইংল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২০শে অক্টোবর। ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম। সংক্ষিপ্ত স্কোর টস: বিসিবি একাদশ, ব্যাটিং বিসিবি: ৭৪.৪ ওভার, ২৯৪ (মজিদ ১০৬, সৌম্য সরকার ৪, নাজমুল শান্ত ৭২, মুমিনুল হক ১, মোসাদ্দেক হোসেন ৪৭, নুরুল হাসান ৩৯, সাদমান ইসলাম ২, তানভীর হায়দার ৫, তাসকিন আহমেদ ৩, শুভাশিষ রয় ০*, আল আমিন হোসেন ৭, আনসারি ৪/৬৮)।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.