মুন্সীগঞ্জের সিরাজদীখানে চুরি হওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় বাড়ির পাশের জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের বসতঘর থেকে মো. জাকারিয়া নামের তাঁর এক বছর বয়সের শিশুটি চুরি হয়ে যায়।
শিশুটির বাবা চা বিক্রেতা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘গত শনিবার রাত ৯টার দিকে বাড়ির কাছে চায়ের দোকান বন্ধ করে আমি ঘরে ফিরে দেখি দরজা খোলা। এ সময় বিদ্যুৎ না থাকায় আমি মোমবাতি জ্বালিয়ে দেখি আমার স্ত্রী নাহিদা বেগম ঘুমিয়ে আছে। আমার এক বছরের ছোট ছেলে জাকারিয়া ঘরে নেই। স্ত্রীকে জাগিয়ে জিজ্ঞাসা করলে সে বাচ্চা না পেয়ে চিৎকার শুরু করে। পরে দেখি ঘরের বিদ্যুতের কাট আউট (সার্কিট ব্রেকার) খোলা। রাতেই পুলিশকে জানাই এবং খোঁজাখুঁজি করি। বড় দুই ছেলে ইয়াহিয়া (১৪) ও আবদুল আহাদ মধুপুর হালিমিয়া মাদ্রাসায় লেখাপড়া করে।
রোববার সন্ধ্যায় বাড়ির পাশের জলাশয় থেকে শিশুটির মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয় বলে জানান শিশুটির বাবা।
সিরাজদীখান থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম গতকাল রাতে জানান, ‘আমি শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি চুরি হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান রোববার সন্ধ্যায় জানান, শিশুটির মরদেহ পাওয়ায় এখন তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আজ সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত করা হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.