আগামী অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ঋণ নেবে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৫ অনুষ্ঠানে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনায় চলতি অর্থবছর প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ ছাড়াবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় যখন আসে তখন ৪ থেকে ৫ বিলিয়ন রিজার্ভ ছিলো, এখন তা ৩১ বিলিয়নে এসে দাঁড়িয়েছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের রেমিট্যান্সের কারণে আজ বাংলাদেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার হয়েছে। আমরা যখন রিজার্ভে এতো টাকা দেখি, তখন জাতির কনফিডেন্স বেড়ে যায়। এক সময় বাংলাদেশের রিজার্ভ ছিল ৪-৫ বিলিয়ন ডলার। এ টাকার সঠিক ব্যবহারের জন্য আমরা আপনাদের কাছ থেকে ঋণ নেবো।’
‘নির্দিষ্ট হারে আমরা ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করবো। প্রকল্পের সাফল্য-ব্যর্থতা আমাদের থাকবে। ফলে কোনো ঝুঁকি থাকবে না। আগামী অর্থবছরের বাজেটে এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হবে। এভাবে আপনাদের যে অবদান তা দেশের কাজে ব্যবহার করতে পারবো।’
অনুষ্ঠানে বক্তব্য দেন জনতা ব্যাংকের প্রধান নির্বাহী আব্দুস সালাম, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের প্রধান নির্বাহী আবরার আলম আনওয়ার।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.