যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে একজন নিপাট ‘ভদ্রলোক’ দাবি করেছেন তার স্ত্রী মেলানিয়া। তিনি জোর দিয়ে বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে যেসব নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন, তারা ‘মিথ্যা’ বলছেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাাৎকারে এ দাবি করেন মেলানিয়া ট্রাম্প। বিবিসি ও এএফপি।
মেলানিয়া বলেন, ভিডিও টেপে ধরাপড়া নারীদের সম্পর্কে তার স্বামী ট্রাম্পের অশোভন মন্তব্য অগ্রহণযোগ্য। তবে স্ত্রী হিসেবে তিনি যে ট্রাম্পকে চেনেন, ওই মন্তব্য তাকে তেমনটি তুলে ধরে না। ভিডিওতে ট্রাম্পকে বলতে দেখা যায়, বিখ্যাত হলেই পুরুষরা মেয়েদের সঙ্গে যাচ্ছেতাই করতে পারে এবং তিনি নিজে কীভাবে এক নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন তা বর্ণনা করছেন।
ভিডিওটি প্রকাশ হওয়ার পর তোপের মুখে পড়েন ট্রাম্প। নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর দাবি ওঠে। দলের অনেক নেতা তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন।
বেশ কয়েকজন নারীও ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তবে ট্রাম্প যথারীতি এসব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, বিরোধীদের ইন্ধনে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।
স্বামীর পে সাফাই গাইতে গিয়ে মেলানিয়া বলেন, তিনি জানেন, ট্রাম্প নারীদের শ্রদ্ধা করেন। তবে তিনি আত্মপক্ষ সমর্থন করছেন কারণ, অভিযোগকারী নারীরা ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা বলছেন। মেলানিয়া বলেন, তিনি তার স্বামীকে বিশ্বাস করেন। ট্রাম্প দয়ালু। তিনি ভদ্রলোক। তিনি ওসব বাজে কাজ কখনো করেননি।
ট্রাম্পের মতো তার স্ত্রীও দাবি করেন, রিপাবলিকান প্রার্থীর সুনাম নষ্ট করতে বিরোধীরা সংগঠিতভাবে কুৎসা রটাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি কিনটনের প্রচার শিবির ও গণমাধ্যম এই কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যম অভিযোগকারী নারীদের পটভূমি কি খতিয়ে দেখেছে? তাদের হাতে কোনো সত্য ঘটনা নেই।
নারীদের সঙ্গে ট্রাম্পের অশোভন আচরণের অভিযোগ ওঠার পর প্রথমবারের মতো মেলানিয়া তার স্বামীর আচরণের পক্ষাবলম্বন করে বলেন, ট্রাম্প গত কয়েক বছরে নারীদের সঙ্গে কখনই অশোভন আচরণ করেননি। তিনি বলেন, বরং অনেক ক্ষেত্রে নারীরাই তার উপস্থিতিতেই ট্রাম্পকে মোবাইল নম্বর দিয়েছেন এবং তার সঙ্গে অশোভন আচরণ করেছেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.