রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার কবি ও বিদ্বজন ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্ক নিয়ে সবার মাঝে প্রচণ্ড কৌতূহল। ১৯২৪-এর নভেম্বরে বুয়েনাস এয়ার্সে রবীন্দ্রনাথের সঙ্গে যখন ওকাম্পোর দেখা হয় তখন রবীন্দ্রনাথের বয়স ৬৩। আর ওকাম্পোর বয়স ৩৬। চিত্রকলার প্রতি রবীন্দ্রনাথের আগ্রহ জাগিয়েছিলেন ওকাম্পো। যার ফলে দেশে ফিরে চিত্রকলা চর্চায় মন দিয়েছিলেন রবীন্দ্রনাথ। পরে ওকাম্পোর উদ্যোগেই প্যারিসে রবীন্দ্রনাথের ছবির প্রদর্শনীও হয়েছিল। পরবর্তীকালে নিজের ‘পূরবী’ কাব্যগ্রন্থটি ওকাম্পোকেই ‘বিজয়া’ নামে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ। এই দুই কিংবদন্তি মানুষের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন ছিল তা নিয়েই একসময় কেতকী কুশারি ডাইসন লিখেছিলেন ‘রবীন্দ্রনাথ ও ওকাম্পো’। এবার এই দুই মহান মানুষের সম্পর্ককে বড় পর্দায় আনছেন আর্জেন্টিনার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক পাবলো সিজার। তার এই ছবির নাম ‘থিঙ্কিং অব হিম’। ছবিতে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি ও ভিক্টোরিয়া ওকাম্পোর ভূমিকায় আর্জেন্টিনার অভিনেত্রী এলিওনোরা ওয়েক্সনার। ভিক্টর ছাড়াও এই ছবির আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাইমা সেন। শান্তিনিকেতনে জন্ম ও বেড়ে ওঠা এই চরিত্রের নাম ‘কামলি’। সম্প্রতি শান্তিনিকেতনে প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছেন পরিচালক। ছবিটি হচ্ছে স্প্যানিশ, ইংরেজি ও বাংলায়। এই ত্রিভাষিক ছবির এবারের শুটিং হবে আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোর প্রাসাদ ভিলা মিরালরিও অব ভিক্টোরিয়া এবং প্যারিসে। পরিচালক অবশ্য জানিয়েছেন, রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালির সেন্টিমেন্ট সম্পর্কে আমি জানি। আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের সঙ্গে ভিক্টোরিয়ার সম্পর্কটা ‘প্লেটোনিক’। আমার ছবিও সে কথাই বলবে। পাশাপাশি জানিয়েছেন, এটাও ঠিক, আমার এই ছবির কেন্দ্রে কবি রবীন্দ্রনাথ নন, আছেন শিক্ষানুরাগী রবীন্দ্রনাথ। আর্জেন্টিনার মানুষ এখনও রবীন্দ্রনাথের শিক্ষানীতি সম্পর্কে শ্রদ্ধাশীল। আর রবীন্দ্রনাথের চরিত্রে যিনি অভিনয় করছেন সেই ভিক্টর ব্যানার্জি বলেছেন, এই ছবিতে আমাদের চেনা রবীন্দ্রনাথ নন, উঠে আসবেন আর্জেন্টিনীয়দের দৃষ্টিভঙ্গিতে দেখা রবীন্দ্রনাথ, যিনি আমাদের কাছে অপরিচিত। আসলে এই ছবিতে থাকবে দুটি সমান্তরাল গল্প। একটি গল্পে আর্জেন্টিনার এক তরুণ অধ্যাপক রবীন্দ্রনাথের শিক্ষানীতিকে বুঝতে কলকাতায় আসবেন এবং তার সঙ্গে সাক্ষাৎ হবে কামলির। এই চরিত্রের নাম ফেলিক্স। এই চরিত্রে অভিনয় করছেন আর্জেন্টিনার অভিনেতা হেক্টর বোর্দনি। আর এই দুজনের আলাপচারিতায় জীবন্ত হয়ে উঠবে রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর কথা। পরিচালক জানিয়েছেন, ছবির বর্তমান সময়টা হবে রঙিন এবং পুরনো সময়টা ধরা হবে সাদা-কালোয়। ছবিতে থাকবে পাঁচটি রবীন্দ্রসংগীতও। আগামী ২৫শে বৈশাখের আগেই শেষ হবে ছবির কাজ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.