১০ টাকা কেজির চাল বিক্রির নামে হরিলুট শুরু হয়েছে গাইবান্ধায়। গাইবান্ধার সাত উপজেলার ১০ কেজির চাল হরিলুটের বিষয়টি এখন ওপেন সিক্রেট। ফুলছড়িতে চাল উদ্ধার ঘটনায় মঙ্গলবার রাতে ডিলারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে তোলপাড় অবস্থা ক্ষমতাসীন দলের ভেতরে এবং বাইরে। ফুলছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুল হক জানান, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির ১৮৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামাড়ি (তালতলা) বাজারের পশ্চিমে মোকারম আলীর বাড়ি থেকে ১৫৯ ও শাহ আলমের বাড়ি থেকে ২৪ বস্তা চাল উদ্ধার করা হয়। ফজলুপুর ইউনিয়নের ডিলার আজাহার আলী হতদরিদ্রদের মধ্যে কার্ড ও চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে চালগুলো মজুত করে ডিলার আজাহার আলী ফজলুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল খালেক জানান, খবর পেয়ে ইউএনও মুহাম্মদ আবদুল হালিম টলস্টয়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল গিয়ে ১৮৩ বস্তা চাল উদ্ধার করে। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল হালিম টলস্টয় জানান, উদ্ধার করা চালগুলো ইউপি সদস্য হুকুম আলীর হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুল হক বাদী হয়ে ফুলছড়ি থানায় অভিযুক্ত ডিলার আজাহার আলী সহযোগী মোজাম্মেল হক, আবদুল হাই, মোতাল্লেব, মোকারম মির্জা ও আলম শেখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.