বিয়ে করেছেন মডেল তাবাসসুম অনিলা হৃদি। স্বামী আদনান ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাস্টিকার প্রশাসক। গত রোববার রাজধানীর ধানমণ্ডিতে একটি কমিউনিটি সেন্টারে এই বিয়ে অনুষ্ঠিত হয়। আর বিয়ের পরপরই মিডিয়ায় আর কাজ করবেন না বলে জানান হৃদি।
নতুন বর সম্পর্কে মডেল হৃদি বলেন, ‘আমাদের পূর্বপরিচয় থাকলেও বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। দুই পরিবার উপস্থিত থেকে আমাদের দোয়া করেছেন, দেশের মানুষের কাছেও দোয়া চাই। আপনারা দোয়া করবেন আমরা যেন সুখে সংসার করতে পারি।’
মডেল হৃদি আরো বলেন, ‘অনেক দিন ধরেই মিডিয়ায় কোনো কাজ করছি না। ফেসবুক বন্ধ বললেই চলে। এখন বিয়ে করলাম, এখন থেকে মিডিয়াকে বিদায় জানাতে চাই। গত ১০ বছর আমি মিডিয়ায় কাজ করেছি, আমি যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁরা জানেন আমি যখন যেটা করি সেটা সুন্দরভাবে করতে চাই বা করার চেষ্টা করি। বিয়ে যেহেতু করেছি, এখন শুধুই সংসার করতে চাই। তবে বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে সেটি করতে পারি। এখন থেকে শুধুই সংসার করব। ফেসবুকও ব্যবহার করার কোনো ইচ্ছা নেই, তবে হোয়াটসআপ ও ভাইবার ব্যবহার করব।’
২০০৫ সালে ‘ইউ গট দ্য লুক’ কম্পিটিশন থেকেই উঠে আসেন হৃদি। এর পর পরই ঝুঁকে পড়েন কোরিওগ্রাফিতে। দিনে দিনে হয়ে ওঠেন পরীক্ষিত কোরিওগ্রাফার। মাঝে টুকটাক নাটকেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। অংশ নিয়েছেন বিভিন্ন ফ্যাশন হাউসের ফটোশুটে। বড়পর্দায়ও কাজ করেছেন তিনি। সানিয়াত হোসেনের ‘অল্প স্বল্প প্রেমের গল্প’ সিনেমায় নজরুলসংগীতের সঙ্গে নেচে আলোচিত হন হৃদি।