বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে ইংল্যান্ড শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন- অ্যালিস্টার কুকের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামবেন কে? বিষয়টি নিয়ে বৃটিশ মিডিয়া রীতিমতো গবেষণায় নেমেছে। এক্ষেত্রে ইংল্যান্ডের হাতে দুটি অপশন- হাসিব হামিদ ও বেন ডাকেট। তবে কুকের সঙ্গে যে-ই মাঠে নামুক টেস্টে তার অভিষেক হবে। তার মানে, ইংল্যান্ড নিশ্চিত নতুন উদ্বোধনী ব্যাটসম্যান পাচ্ছে। অন্যদিকে ইংল্যান্ডের সর্বকালের সর্বাধিক টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন অ্যালিস্টার কুক ১৩৩ টেস্ট খেলে এতদিন সবার ওপরে ছিলেন সাবেক খেলোয়াড় অ্যালেক স্টুয়ার্ট। তবে আজ তাকে টপকে যাবেন ইংল্যান্ড দলের বর্তমান অধিনায়ক। সংবাদমাধ্যম ‘বিবিসি’ ও ‘দ্য টেলিগ্রাফ’ মনে করছে- আজ বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অ্যালিস্টার কুকের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামবেন হাসিব হামিদ। বেন ডাকেটের সম্ভাবনা তারা খুব কম দেখছেন। অথচ বাংলাদেশে এসে বেন ডাকেট দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। ওয়ানডে সিরিজে খেলেন তিনি। দ্বিতীয় ম্যাচে কোনো রান না করতে পারলেও প্রথম ও তৃতীয় ওয়ানডেতে করেন ৬০ ও ৬৩ রান। এছাড়া চট্টগ্রামে দুই প্রস্তুতিমূলক ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫৯ ও ৬০ রান। ওয়ানডে সিরিজে তিনি ওয়ান ডাউনে ব্যাটে নামলেও প্রস্তুতি ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেন। দুই ক্ষেত্রেই তিনি সফল। বাংলাদেশে এসে পাঁচ ইনিংস খেলে চারটিতেই ফিফটি করেছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের ক্লাব নর্দাম্পটনশায়ারের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছিলেন বেন ডাকেট। সব ফরমেট মিলিয়ে ২৭০০ এর বেশি রান করেন। বিবিসি মনে করছে, তবুও আজ সম্ভবত একাদশে তার জায়গা হবে না। ‘বেবি বয়কট’খ্যাত ল্যাঙ্কাশায়ারের তরুণ ব্যাটসম্যান হাসিব হামিদের প্রবল সম্ভাবনা দেখছে তারা। আর এটা সত্যি হলে ১৯৯৭ সালে বেন হোলিওকের পর কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হবে হামিদের। হামিদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রায় ৫০ গড়ে করেছেন ১১৯৮ রান। বিসিবি একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে মাত্র ১৬ রান করলেও দ্বিতীয় ম্যাচে করেন ৫৭ রান। এতে ১৯ বছর বয়সী হামিদের ওপরই সম্ভবত আস্থা রাখতে যাচ্ছে ইংল্যান্ড। আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ। গুরুত্বপূর্ণ ও মহারণ সামনে রেখে তারা কয়েকজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে বের করে আনতে চাইছে। আর হামিদকে যেহেতু শুধু টেস্ট খেলানোর জন্যই দলে নেয়া হয়েছে সেহেতু তাকে বসিয়ে রাখবে না ইংল্যান্ড। বেন ডাকেটকে ওয়ানডাউনে খেলানোর একটা সম্ভাবনা ছিল। কিন্তু এই জো রুট, জনি বেয়ারস্টোরা দলে থাকায় সেটা সম্ভব নয় বলে মনে করছে তারা। বাংলাদেশ স্পিন সহায়ক পিচ বানাবে বলে মনে করছে সংবাদমাধ্যম বিবিসি। তবুও ইংল্যান্ড দুজনের বেশি স্পিনার নিবে না। ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ভোগানো আদিল রশিদের সঙ্গে মঈন আলী হাত ঘুরাবেন। বাংলাদেশের ব্যাটিং সাইডকে শক্তিশালী বললেও বোলিং সাইডকে দুর্বল হিসেবে অভিহিত করেছে তারা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.