মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত ই-মেইল ফাঁস করেছে বিশ্বের আলোচিত ওয়েবসাইট উইকিলিকস। এক টুইটার বার্তায় সংস্থাটি এই ই-মেইল ফাঁস করে জানিয়েছে, তারা প্রেসিডেন্ট ওবামার ব্যক্তিগত যোগাযোগের আরো তথ্য ফাঁস করবে। গতকাল শনিবার এক প্রতিবেদনে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওবামার সাতটি ই-মেইল বার্তা ফাঁস করা হয়েছে। ২০০৮ সালের ৪ নভেম্বর ওবামাকে বার্তা পাঠান তার নির্বাচনী প্রচারের সহকারী প্রধান জন পোডেস্টা। তিনি প্রেসিডেন্ট ওবামাকে ১৫ নভেম্বরে বিশ্ব অর্থনৈতিক সংকট নিয়ে জি-২০ সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ না করার অনুরোধ জানান।
কারণ ওই রাতে বিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ তাকে সাক্ষাতের আমন্ত্রণ জানাতে পারেন। পোডেস্টার অনুরোধ রক্ষা করেছিলে ওবামা। তিনি ওয়াশিংটনে অনুষ্ঠিত ওই সম্মেলনে অনুপস্থিত ছিলেন। ওবামার ওই ই-মেইল ঠিকানায় একটা বার্তা পাঠানো হয় বৃহস্পতিবার যাতে মনে হয় ঠিকানাটি এখনো কাজ করছে। হোয়াইট হাউস প্রেসিডেন্ট ওবামার ই-মেইল ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
তবে মার্কিন গোয়েন্দা সংস্থা মনে করে এই ই-মেইল হ্যাকিংয়ের পেছনে রাশিয়ার হাত থাকতে পারে। পোডেস্টা বর্তমানে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারির নির্বাচনী প্রচারণা কমিটির চেয়ারম্যান। তার ২৩ হাজার ই-মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে।