কুষ্টিয়ায় এক নিঃসন্তান দম্পতির দোকানে দুই মাস বয়সের এক শিশু কন্যাকে রাতের আঁধারে কে বা কারা ফেলে রেখে গেছে! রোববার রাতে কুষ্টিয়া সদর উপজেলার মাধপুর গ্রামের মোশাররফ হোসেনের বাড়ির মুদি দোকানে ওই শিশুটিকে পাওয়া যায়।
স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে মোশাররফ হোসেনের মুদি দোকানে হঠাৎ এক শিশুর কান্নার শব্দ শোনা যায়। মোশাররফের পরিবারের লোকজন শিশুটির অবস্থান জানতে এদিক সেদিক খোঁজাখুঁজি করতে থাকেন।
এক পর্যায়ে তারা দেখতে পান- তাদের দোকানের ভেতর ছোট্ট এক কন্যা শিশু অনবরত কান্নাকাটি করছে। শিশুটির পাশেই লাল রঙের একটি ব্যাগে রয়েছে দুধের কৌটা, ফিডার ও একটি ফ্লাক্স। রয়েছে জামা কাপড়ও।
এমন দৃশ্য দেখে শিশুটিকে কোলে তুলে নেন মোশাররফের স্ত্রী। এদিক ওদিক ঘুরেও শিশুর বাবা-মাকে পাওয়া যায়নি। পরে মোশাররফের পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে ওই গ্রামে শিশুসহ বোরখা পরা এক নারীকে ঘোরাফেরা করতে দেখা গেছে। সম্ভবত ওই নারীই শিশুটিতে ফেলে রেখে গেছে। শিশুটিকে দেখতে আশপাশের এলাকা থেকে ভিড় করছেন উৎসুক মানুষ।
স্থানীয় মানবাধিকার কর্মী শারমিনা খাতুন জানান, পরিচিত কেউ জেনে শুনেই শিশুটিকে ওই দোকানে রেখে গেছে। কারণ, ওই দোকানি নিঃসন্তান।
ওই মানবাধিকার কর্মীর দাবি- শিশুটি কোনো গরিব পরিবারের সন্তান নয়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘শিশুটি যেহেতু ছোট, তাই তাকে দ্রæত খাবার দেয়া দরকার। এ কারণে আপাতত ওই নিঃসন্তান দম্পতির হেফাজতে শিশুটিকে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসারকেও অবগত করা হয়েছে বলে জানান তিনি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.