যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেল অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’। সম্প্রতি সিনেমাটির পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন এর প্রযোজক জিয়াউদ্দিন আদিল। উল্লেখ্য, সিনেমাটি ১৪ই অক্টোবর সন্ধ্যায় সিয়াটল আর্ট মিউজিয়ামে উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন এ ছবির প্রধান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। ১১তম সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব চলে ২২শে অক্টোবর পর্যন্ত। দক্ষিণ এশিয়ার যেসব ছবি প্রদর্শিত হয়েছে সেসব দেশের সিনেমার সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরাও উৎসবে উপস্থিত ছিলেন। পুরস্কার গ্রহণের পর প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেন, সিনেমাটি বানানোর সময় আমরা জানতাম এটি বাংলাদেশের জন্য বিশ্বখ্যাতি নিয়ে আসবে। আমরা অত্যন্ত আশাবাদী ‘আয়নাবাজি’ বিশ্বজুড়ে আরো খ্যাতি অর্জন করবে এবং বাংলাদেশের জন্য পুরস্কার বয়ে আনবে। সিনেমার পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, যে কোনো পুরস্কারই তো এক ধরনের অনুপ্রেরণা। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো সিনেমা হল থেকে বের হওয়া মানুষগুলোর হাসিমুখ। ‘আয়নাবাজি’র সব পুরস্কার বাংলাদেশের সিনেমাপ্রেমী মানুষদের। ‘আয়নাবাজি’ ছবিটি মুক্তি পায় গত ৩০শে সেপ্টেম্বর। এ ছবিতে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, বৃন্দাবন দাশ প্রমুখ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.