জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের পদত্যাগ দাবি করেছেন বামপন্থি দল লিঙ্কস্পারতেই। এক্ষেত্রে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে এক সপ্তাহের মধ্যে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে তিনটি রাজনৈতিক দল। একই সঙ্গে ওই পদে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) নেতা সিগার গ্যাব্রিয়েলকে বসানোর পরিকল্পনাও নিয়েছে তারা। এজন্য তিনটি রাজনৈতিক দলকে নিয়ে একটি জোট গঠন করেছে লিঙ্কস্পারতেই। তাদের সঙ্গী তৃতীয় দলটি হলো গ্রিন পার্টি। এই তিনটি দল মিলে অ্যাঙ্গেলা মারকেলকে ক্ষমতাচ্যুত করার ফাঁদ পাতছেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন এক্সপ্রেস। এতে বলা হয়েছে, লিঙ্কস্পারতেই-এর নেতা ডিয়েতমার বার্টশ বলেছেন, আগামী সপ্তাহেই সিগমার গ্যাব্রিয়েলকে পরবর্তী চ্যান্সেলর বানানো হতে পারে। অবশ্য যদি তিনি ও এসপিডি তা চায়। তিনি আরো বলেছেন, যদি নতুন চ্যান্সেলর নির্বাচিত করার আগে তিনটি দল ওয়ার্কিং ম্যানিফেস্টোর বিষয়ে একমত হতে পারে তাহলে এক সপ্তাহের মধ্যে অ্যাঙ্গেলা মারকেলকে বিদায় নিতে হবে। সমপ্রতি এ তিনটি দলের ৯০ জন এমপি অ্যাঙ্গেলা মারকেলের বিরুদ্ধে বৈঠক করেছেন। সেনাবাহিনীর বৈদেশিক অপারেশন ও সামাজিক সংস্কারের মতো বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করেছেন। এ বৈঠকে তিনটি দলের যেসব সদস্য উপস্থিত ছিলেন তারা পার্লামেন্টে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠ। এর ফলে তারা একটি অনাস্থা ভোটে সরিয়ে দিতে পারেন অ্যাঙ্গেলা মারকেলকে। নির্বাচিত করতে পারেন নতুন একজন চ্যান্সেলর। সামপ্রতিক জরিপে দেখা যাচ্ছে, বিরোধী এই জোটটির জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই এই জনপ্রিয়তা থাকতে থাকতেই তারা সময়টাকে ব্যবহার করার পরিকল্পনা নিচ্ছে। উল্লেখ্য, জার্মান চ্যান্সেলর বিভিন্ন ইস্যুতে তার দেশে সমালোচিত। তার মধ্যে রয়েছে অর্থনৈতিক ইস্যু। গত বছর জার্মানি তার সীমান্ত খুলে দিয়েছিল ৯ লাখ শারণার্থীর জন্য। এসব শরণার্থীর শতকরা ৪০ ভাগই সিরিয়ার। দু’টি মসজিদ নির্মাণে ৭ লাখ ৫০ হাজার পাউন্ডের বেশি ব্যবহার করা হচ্ছে অভিবাসী অধ্যুষিত একটি শহরে এ খবর বেরিয়ে এলে দেখা দেয় ক্ষোভ। বিতর্কিত এসব পরিকল্পনার বিরুদ্ধে ভোট দিয়েছিল জার্মানির রাজনৈতিক দল এসপিডি, সিডিইউ, গ্রিন পার্টি ও এফডিপি’র মতো দল। কিন্তু সেই আপত্তি উল্টে দিয়েছিল ‘পেতো পার্টি’। ভোটে তাদের আছে শতকরা ৬৫ ভাগ সংখ্যাগরিষ্ঠতা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.