মা-মেয়ে একসঙ্গে মিস বাম বাম-২০১৬ প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। বিষয়টি নিয়ে আবার বেশ গর্বিতও দুজনে। ১৯ বছরের এডুয়ার্ডা মোরেইস ও তার মা ব্রুনা ফেরাজ, বয়স বছর ৩৫।
শুধু তাই নয়, প্রতিযোগীতায় মেয়ের চেয়ে মা কিছুটা এগিয়ে আছেন। দুজনেই ফাইনালে উঠায় ঘরে একটা পুরস্কার নিশ্চিত জেনে ব্যাপারটা বেশ উপভোগ করছেন তারা।
মিস বাম বাম। ব্রাজিলের বিখ্যাত নিতম্ব সুন্দরী বেছে নেওয়ার প্রতিযোগিতা। ২০১১ সালে শুরু হয় এই প্রতিযোগিতা। সেই সময় অনেকেই ভুরু কুঁচকেছিলেন। কিন্তু সমালোচকদের মুখে ছাই দিয়ে বহাল তবিয়তেই রয়েছে মিস বাম বাম কম্পিটিশন।
তবে এর আগে এরকম কখনও মা-মেয়ে একসঙ্গে ফাইনালে ওঠেননি।
মেয়ে মোরেইস বললেন, মায়ের ফিগার আমার চেয়েও ভালো। আমরা দুজনেই দুজনের শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখছি। আমরা দুজনেই চাই দেশের সেরা নিতম্ব সুন্দরী হতে। কারণ এই প্রতিযোগিতায় জেতা মানে জীবন বদলে যাওয়া।