ডুবে যাওয়া স্ত্রীকে উদ্ধার করায় উদ্ধারকারী দলের উপর বেজায় চটেছেন স্বামী। শুধু তাই নয়, উদ্ধারকারী দলের প্রতিনিধিদের রীতিমতো হুমকি দিয়েছেন যে, তিনি নাকি পরে তাদের দেখে নেবেন। আজগুবি নয়, ভারতের গুজরাটের আমাদাবাদ শহরে সত্যই এই ঘটনা ঘটেছে।
আমদাবাদের অগ্নি এবং জরুরিকালীন পরিষেবা বিভাগ দফতরের উদ্ধারকারী দল সবরমতী নদীতে ডুবে যাওয়া একজন নারীকে উদ্ধার করতে গিয়ে তার স্বামীর রোষের মুখে পড়েছেন দমকল কর্মীরা।
জানা গেছে, গুজরাটের মিঠাখালির বাসিন্দা ৩৭ বছর বয়সী ওই নারীকে হঠাৎ নদীতে ঝাঁপ দিতে দেখে ছুটে আসেন উদ্ধারকারী দলের সদস্যরা। তাকে উদ্ধার করে প্রথমেই তার বাড়িতে খবর দেন উদ্ধারকারীরা। আর সেই ফোন পেয়েই তাদের সঙ্গে চিৎকার শুরু করেন স্বামী। তার প্রশ্ন, কেন উদ্ধার করা হল তার স্ত্রীকে।
উদ্ধারকারী দলের সদস্য ভরত মঙ্গেলা বলেন, এইরকম আচরণ খুবই অনভিপ্রেত। সাধারণত, এসব ঘটনায় ধন্যবাদ জানানো হয়। কিন্তু এক্ষেত্রে সেই ভদ্রলোক শুনতেই চাইছিলেন না যে, উদ্ধারকারী দল কেবল তাদের দায়িত্ব পালন করেছে। মানুষের প্রাণরক্ষা করাই তো তাদের কাজ। সেই কাজই তারা করেছে।
পুলিশ জানায়, ১০ বছরের বিবাহিত এই দম্পতির দু’টি সন্তানও রয়েছে। তবে পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা ঘটেছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.