পাকিস্তানের সরকার ও সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের মধ্যে বাদানুবাদের খবর সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দেয়ার অভিযোগে দেশটির তথ্যমন্ত্রী পারভেজ রশিদকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শনিবার রাতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সম্প্রতি পাকিস্তানের শীর্ষ ইংরেজি দৈনিক ‘ডন’ এক প্রতিবেদনে জানিয়েছিল, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা দেয় বলে সরকার ও সামরিক নেতারা উচ্চ পর্যায়ের এক বৈঠকে বাদানুবাদে জড়িয়ে পড়েন।
পাকিস্তান প্রধানমন্ত্রীর মুখপাত্র মুসাদিক মালিক জানিয়েছেন, ওই বৈঠকের গোপন তথ্য বাইরে বেরিয়ে যাওয়ার পিছনে পারভেজ রশিদের হাত ছিল বলে ‘প্রাথমিক প্রমাণ’ পাওয়া গেছে। তিনি আরো জানান, ডনে প্রকাশিত বিতর্কিত প্রতিবেদনটি নিয়ে চলমান তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর কয়েকদিনের মধ্যেই সংবাদমাধ্যমকে সব জানানো হবে যে, ওই বৈঠকের খবর ডনের সাংবাদিকের হাতে কে তুলে দিয়েছিলেন।
তবে এরইমধ্যে তদন্তে মত দেয়া হয়েছে যে, পাকিস্তানের সামরিক বাহিনী বিরোধী খবরের তথ্য পারভেজ রশিদের সম্মতি ছাড়া বাইরে যাওয়া সম্ভব ছিল না।
এদিকে সন্ত্রাসবাদীদের আইএসআইয়ের সমর্থন দেয়া নিয়ে সেনা-সরকার বিরোধের ফাঁস হওয়া ওই প্রতিবেদন করার দায়ে ডনের জ্যেষ্ঠ সাংবাদিক সাইরিল আলমেইদাকে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে অবশ্য তা তুলে নেয়া হয়।