গত বছর গ্রেনোডা টেস্টে ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস আউট হওয়ার পর তাকে ব্যঙ্গাত্মক স্যালুট দিয়ে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন ম্যারলন স্যামুয়েলস। এবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তারই অনুকরণ করলেন সাকিব আল হাসান। নিজের ৪২.৩ ওভারে আগ্রাসী হয়ে উঠা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে বোল্ড করার পরই স্যালুট দিয়ে দাঁড়ান সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজে জজ বাটলার তাতিয়ে দিয়েছিল টাইগারদের। ম্যাচ শেষে করমর্দনের একপর্যায়ে তামিমের দিকে তেড়েফুঁড়েই যাচ্ছিলেন এই বেন স্টোকস। আর সে সময় তামিমকে নিবৃত করেছিলেন এই সাকিবই। তখন হয়তো সুযোগের অপেক্ষায় ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, জবাবটা মাঠেই দেবেন! শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে স্যালুট দিয়ে জবাবটা দিয়েই দিলেন সাকিব। অবশ্য এমন উদযাপনের পর সামাজিক যোগাযোগের মাধ্যমেও দেখা গেছে এর প্রভাব। দ্বিতীয় টেস্ট জয়ের পর অনেকেই এই ছবি দিয়ে ফেসবুকের প্রোফাইলে দিচ্ছেন। মাঠকর্মীদের পুরস্কৃত করলেন মুশফিক ৫০তম টেস্টে ব্যক্তিগত অর্জন তেমন একটা সমৃদ্ধ না হলেও সতীর্থদের কাছ থেকে ক্যারিয়ারের অন্যতম বড় পুরস্কার পেলেন টাইগার দলপতি মুশফিকুর রহীম। তার এই অর্জনের দিনে টেস্ট ক্রিকেটে ইংলিশদের ১০৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এ জয়ে খুশি হয়ে মিরপুরের মাঠকর্মীদের (গ্রাউন্সম্যান) জন্য পুরস্কার ঘোষণা করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মী রয়েছেন ৬০ জন। ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ১০৮ রানের বিশাল জয় নিশ্চিত করার পরই মনের মতো উইকেট তৈরি করার জন্য গ্রাউন্ডসম্যানদের নিজ হাতে ৫০ হাজার টাকা পুরস্কার তুলে দেন মুশফিক। একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি) পক্ষ থেকে গ্রাউন্ডসম্যানদের আরো দেয়া হয় ১ লাখ টাকা পুরস্কার। বাংলাদেশের এই টেস্ট জয়ের পেছনে পর্দার আড়ালের অন্যতম নায়ক মূলত মাঠকর্মীরাই। এ কারণেই তাদের ওপর খুশি হয়ে এ পুরস্কার ঘোষণা করেছেন মুশফিক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অভিনন্দনে ভাসছে বাংলাদেশ ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার, উপমন্ত্রী আরিখ খান জয়। জাতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে জয় এক অনন্য প্রাপ্তি।’ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদেরও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। এদিকে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সমর্থনের কারণেই এ ঐতিহাসিক সাফল্য এসেছে। বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারা আগামীতেও অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। এছাড়া পৃথক বার্তায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আমিনুল হক। ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে এক অভিনন্দন বার্তায় তারা দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.