বিপিএলের চতুর্থ আসরে প্রায় সব দলই একবার করে মুখোমুখি হয়েছে। কেউ জয়ের হাসি হেসেছে। কেউবা বরণ করছে পরাজয়ের স্বাদ। প্রথম মুখোমুখি হয়ে যাওয়া দলগুলো মরিয়া দ্বিতীয় দেখায় জয় তুলে নিতে। এটাকে অনেকটা প্রতিশোধের মিশনও বলা যায়। এ আসরে প্রথম ম্যাচে ঢাকায় মিরপুর শেরে বাংলা মাঠে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস। মাশরাফি বিন মুর্তজার ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারিয়ে যাত্রা শুরু তামিম ইকবালের ভাইকিংস। আজ চট্টগ্রামের মাটিতে এই দুই দল ফের মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে। টানা পাঁচ হারের পর একমাত্র জয়ের মুখ দেখা কুমিল্লার প্রতিশোধ নেয়া ছাড়া কোনো বিকল্প নেই। অন্যদিকে মাত্র ২ ম্যাচে জয় পাওয়া চিটাগাংয়েরও এগিয়ে যাওয়ার সুযোগ। প্রথম দেখায় জয় পাওয়ায় চট্টগ্রাম যেমন থাকবে ফুরফুরে, তেমনি সাবধানও। কিন্তু টি-টোয়েন্টি বলে কথা। তাই মাশরাফির দলের বিপক্ষে একটি ভুলের খেসারতও দিতে হতে পারে তামিমদের আজ সন্ধ্যা পৌনে ৬টায়। অন্যদিকে দুপুরেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে দ্বিতীয় দেখায় মাঠে নামবে সকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। এ আসরে ঢাকার প্রথম হারটি ছিল রাজশাহীর বিপক্ষে। অবশ্য সেটিই ড্যারেন স্যামির দলের শেষ জয় ছিল। গতকাল পর্যন্ত বিপিএলের ৫টি দল প্রথম রাউন্ডে ছয়টি করে ম্যাচ খেলেছে। শুধু রংপুর ও রাজশাহী এখনো মুখোমুখি হয়নি। তারা লড়বে ২৫শে নভেম্বর ঢাকায়। ৪ঠা নভেম্বর বিপিএল শুরুর কথা ছিল। মাঠে উদ্বোধন হয় কিন্তু বৃষ্টির কারণে আর কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। এরপর দুদিনের খেলা ভেসে যায় বৃষ্টিতে। শেষ পর্যন্ত বিপিএলের চতুর্থ আসর পিছিয়ে শুরু হয় ৮ই নভেম্বর থেকে। প্রথম দিনই চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হয়েছিল ভাইকিংস। টসে জিতে মাশরাফি ব্যাটিংয়ে পাঠিয়ে ছিল তামিম ইকবলের দলকে। কিন্তু ভাইকিংসের অধিনায়ক ব্যাট হাতে দলের হাল ধরেন। বিপিএলের এই আসরে প্রথম ফিফটি আসে তার ব্যাট থেকে। তার ৫৪ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে ১৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল কুমিল্লাকে। কিন্তু জবাব দিতে নেমে তরুণ নাজমুল হোসেন শান্ত অভিষেক ম্যাচে ফিফটি হাঁকান। কিন্তু দলের দেশি বিদেশি সিনিয়র ক্রিকেটারদের ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় ভিক্টোরিয়ান্স। সেই থেকে তাদের হারের পালা শুরু। টানা ৫ ম্যাচ হেরে চলে যায় পয়েন্ট তালিকার তলানিতে। শেষ পর্যন্ত ষষ্ঠ ম্যাচে এসে জয় পায় রাজশাহীকে হারিয়ে। এ ম্যাচে জয়ের পর দলের সিনিয়র ক্রিকেটার পেস বোলার মো. শরিফ বলেন, ‘আমাদের একটি জয় খুব প্রয়োজন ছিল। দলকে জিতাতে এখন বাকি ম্যাচগুলোতে আমাদের লড়াইয়ের আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি। আশা করি বাকি ম্যাচগুলোতে জয় পাবো।’ অন্যদিকে প্রথম ম্যাচ জিতলেও তামিম ইকবালের দল হেরে গিয়েছিল টানা চার ম্যাচে। অবশেষে তারা চট্টগ্রামে এসে জয়ের দেখা পায়। তাই নিজেদের মাটিতে জয়ের ধারা অব্যাহত রেখেই ঢাকায় ফিরতে চায় ভাইকিংস। ঢাকাকে আবারো হারাতে চায় রাজশাহী বিপিএলের চতুর্থ আসরে অন্যতম শিরোপার দাবিদার সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। কাগজে-কলমে শক্তিশালী দল নিয়েই মাঠে নেমে ছিল তারা। মাঠের লড়াইয়েও শক্তিশালী হিসেবে একের পর এক জয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। ৬ ম্যাচের ৪টিতে জিতে তাদের অর্জন ৮ পয়েন্ট। কিন্তু চিটাগাং ভাইকিংসের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করা ঢাকাকে প্রথম ধাক্কা দিয়েছিল রাজশাহী কিংস। টসে হেরে ব্যাট করতে নেমে ঢাকার হাতে পাঁচ উইকেট অক্ষত থাকলেও স্কোর বোর্ডে যোগ হয়েছিল মাত্র ১৩৮ রান। জবাব দিতে নেমে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় ড্যারেন স্যামির কিংস। কিন্তু সেই শেষ। ঢাকার মতো শক্তিশালী দলকে হারানো রাজশাহীর আর জয়ের মুখ দেখা হয়নি। টানা ৪ ম্যাচ হেরেছে তারা। দলের অধিনায়ক স্যামি বিশ্বাস করেন, তাদের এখনো টুর্নামেন্টে ফেরার সুযোগ আছে। তিনি বলেন, ‘এটি সত্যি যে আমরা ভালো খেলছি না। তবে আমি বিশ্বাস করি আমরা খেলায় ফিরতে পারবো। আমরা আজ ঢাকার বিপক্ষে খেলবো। এটিই একমাত্র দল, যাদের আমরা হারিয়েছিলাম। এটি আমাদের অনুপ্রাণিত করবে।’ রাজশাহীর হারের জন্য স্যামি দোষ দিয়েছেন ফিল্ডিংকে। তিনি বলেন, ‘আমাদের ফিল্ডিংটা মানসম্মত হচ্ছে না। যে করণে আমরা প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগের সুযোগ হাতছাড়া করছি।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.