ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার পর থেকে গান নিয়ে টানা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন মৌসুমি আক্তার সালমা। বিশেষ করে ফোক গানে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। এরই মধ্যে তার ১০টি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। এসব অ্যালবামের মাধ্যমে ধারাবাহিকভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রেও প্লেব্যাকে করেছেন। আর স্টেজেতো তার ব্যস্ততা নিয়মিতই থাকে। সব মিলিয়ে এখন কেমন আছেন সালমা? কিভাবে কাটছে তার সময়? সালমা বলেন, খুব ভালো আছি সবার দোয়ায়। গান ও সংসার নিয়ে দিব্যি সময় চলে যাচ্ছে। এই দুটি ক্ষেত্রেই সময় দেয়ার চেষ্টা করি। আর মেয়ে ¯েœহাতো এখন একটু বড় হয়েছে। তাই কাজ করতে আগের চেয়ে সুবিধা হয়েছে। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? মধ্যে পরীক্ষার কারণে অনেক শো বাতিল করেছিলাম। এখন আবার শো করছি। তবে আমি খুব বেছে বেছে বড় শোগুলোই করি। অনেক অনুরোধ থাকলেও সব ধরনের শো করা হয় না। শো এর পাশাপাশি টিভি অনুষ্ঠান, নতুন গানের রেকর্ডিং নিয়েও ব্যস্ততা চলছে। এদিকে সালমার সর্বশেষ একক অ্যালবাম ‘অনুরাগের ঘরে’ প্রকাশ পায় গত বছর। প্রায় এক বছর পর নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। নাম ‘মনমাঝি’। চারটি গান নিয়ে সাজানো হচ্ছে এ অ্যালবাম। এটি তার ক্যারিয়ারের ১১তম একক অ্যালবাম। এরই মধ্যে অ্যালবামের টাইটেল গানটির কাজ শেষ হয়েছে। বাকি তিনটি গানের সুর ও সংগীতের কাজও শেষ। এখন বাকি শুধু কণ্ঠ দেয়া। এ অ্যালবামের গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর ও জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত করেছেন মুশফিক লিটু, রেজোয়ান শেখ, আহমেদ হুমায়ুন ও জিয়াউদ্দিন আলম। এ প্রসঙ্গে সালমা বলেন, এবারের অ্যালবামটি একটু ভিন্নভাবে শ্রোতাদের কাছে আনতে চাই। আগের অ্যালবামগুলোতে ফোক বা লালনের গান বেশি করেছি। এই অ্যালবামে ফোক, মডার্ন ফোক, সেমি ফোক সবই আছে। শ্রোতারা আমার কণ্ঠে ভিন্ন স্বাদ পাবেন এবার। নতুন ইংরেজী বছর উপলক্ষে আগামী ৩১শে ডিসেম্বর ‘মনমাঝি’ অ্যালবামটি অনলাইনে প্রকাশ পাবে। ফোক গানের পাশাপাশি সালমার কণ্ঠে বেশ কিছু লালনের গানও শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। সামনে লালনের গানের অ্যালবাম করার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে এ শিল্পী বলেন, লালন সাঁইজির গান করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি স্টেজ কিংবা টিভি প্রোগ্রামে সব সময় লালনের গান গাই। সাঁইজির গানের মতো ভালো লাগা অন্য গানে নেই। এ গান করতে হলে এর গভীরতায় পৌছতে হয়। আমি সব সময় বুঝে লালনের গান গাওয়ার চেষ্টা করি। লালনের গানে মনের তৃষ্ণাও মেটে। সামনে আমি অবশ্যই শুধুমাত্র লালনের গান নিয়ে নতুন অ্যালবাম করবো। সেটা হতে পারে নতুন বছরেই। সালমা মূলত ফোক ও লালনের গানের জন্যই বেশি পরিচিত হলেও আধুনিক গানও করেছেন বেশ কিছু। এ প্রসঙ্গে তিনি বলেন. ক্লোজআপ প্রতিযোগিতার মাধ্যমে আমার কন্ঠ থেকে ফোক ও লালনের গান শুনে অভ্যস্ত হয়ে গেছেন শ্রোতারা। এখন সালমা মানেই হলো ফোক কিংবা লালনের গান। তবে এর বাইরে আমি বেশ কিছু আধুনিক গানও করেছি। এখনও করছি। ভালো মানের আধুনিক গানও আমি সামনে গাইতে চাই। একজন শিল্পী একটি গন্ডির মধ্যেই বন্দি থাকবেন সেটি ঠিক নয়। গানের যেমন কোন সীমানা নেই তেমনি শিল্পীরও কোন গন্ডি নেই। হ্যা, বিশেষত্ব থাকতে পারে। কিন্তু একই ধরনের গান তাকে গাইতে হবে সেটি ঠিক নয়। আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুমন কল্যাণসহ অনেক সুরকারের সুরে বেশ কিছু গান করে রেখেছেন সালমা। এগুলো সামনে প্রকাশ পাবে। সব মিলিয়ে এখন অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন? সালমা বলেন, ভালোই মনে হচ্ছে। তবে আমি আমার গানের স্বত্ব সারা জীবনের জন্য কাউকে দিতে চাই না। সে কারণে নতুন যে গানগুলো করছি তার স্বত্ব নিজের কাছে রাখছি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.