বলিউড বাদশাহ শাহরুখ খান ৫১ বছর বয়সে পা রেখেছেন আজ। এই দিনে ভারতের নয়া দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এ দাপুটে অভিনেতা। বলিউডের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা ধরা হয়ে থাকে তাকে। বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার, অমিতাভ বচ্চনের খ্যাতিকে স্পর্শ করা পরবর্তীতে একমাত্র অভিনেতা শাহরুখ। প্রতিটি ছবিতেই যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা চলে এ অভিনেতার মধ্যে। তাই তো দর্শক তাকে বলিউড বাদশাহ, কিং খান, কিং অব রোমান্স খ্যাতি দিয়েছেন। বলিউডের বাঘা সব অভিনেতাকে টক্কর দিয়ে সেই নব্বই দশকের শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষস্থানটি দখল করে রেখেছেন তিনি। ১৯৮৯ সালে ‘ফৌজি’ টিভি সিরিজের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় শাহরুখের। এরপর আরো কয়েকটি টিভি ধারাবাহিকে কাজ করেন তিনি। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এ ছবিতে অভিনয় করেই বাজিমাত করেন তিনি। এ ছবিতেই তিনি সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এর পরপরই ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন শাহরুখ। পরবর্র্তী বছরেই ‘ডর’ ও ‘বাজিগর’ ছবিতে অভিনয় করে আকাশছোঁয়া সাফল্য লাভ করেন তিনি। সুপারস্টারের তকমা লেগে যায় শাহরুখের নামের সঙ্গে। সেই ছবির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিশেষ করে যশরাজ ফিল্মসের ছবিতে ধারাবাহিকভাবে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ। ‘করন অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ইয়েস বস’, ‘পারদেশ’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘ডুপ্লিকেট’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল সে’, ‘মোহাব্বাতে’, ‘অশোকা’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘বাদশাহ’, ‘দেবদাস’, ‘কাল হো না হো’, ম্যায় হু না’, ‘ডন, ডন-২’, রাব নে বানাদি জোরি’, ‘ভির জারা’, ‘জাব তাক হে জান’, ‘রা ওয়ান’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ফ্যান’ প্রভৃতি ছবির মধ্য দিয়ে অভিনেতা হিসেবে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন শাহরুখ। আজকের জন্মদিনটি স্ত্রী গৌরি খান ও তিন সন্তানের সঙ্গে কাটাবেন এ তারকা। পাশাপাশি ভক্তদের সঙ্গে নিজ বাড়িতে দেখা করবেন তিনি। তবে জমকালো কোনো আয়োজন থাকছে না তার এ জন্মদিনে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.