অনেক শিক্ষার্থীও করযোগ্য আয় করে থাকে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, করযোগ্য আয় থাকলে সবারই আয়কর দেয়া উচিত।
মঙ্গলবার রাজধানীর আগারগাওয়ে আয়কর মেলা ও ই-ফাইলিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
চলতি অর্থবছর শেষে করদাতার সংখ্যা ২৫ লাখে পৌঁছবে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, এর ওপর ভর করে ভবিষ্যতে বাজেট বাস্তবায়ন ও ২০৪১ সালের মধ্যে দেশকে উচ্চ আয়ের দেশে রূপান্তর করা সম্ভব।
তিনি বলেন, শুরুর দিকে আয়কর মেলার উদ্দেশ্য ছিল জনগণকে আয়কর দিতে উদ্বুদ্ধ করা। আর যারা আয়কর আদায় করেন তাদের এমনভাবে পরিবর্তন করা, যেন জনগণ মনে করে একটি সহায়ক সংস্থার কাছে যাচ্ছি। সেভাবে তারা আয়কর দিতে আসবে। মনে হয় উদ্দেশ্য সফল হয়েছে।
মুহিত বলেন, এ বছর নতুন করদাতার সংখ্যা ১০ লাখের মতো পৌঁছবে। আশা করছি, এবার ভদ্র সংখ্যার জনগণ আয়কর দেবেন। এ বছরের শেষ পর্যায়ে ২৫ লাখ করদাতা পাওয়া যাবে। এটা গর্বের বিষয়।
নিজের জীবনের কর দেয়ার অভিজ্ঞতার কথা বর্ণনা করে তিনি বলেন, ‘৫৫ সালে প্রথম কর দেই। কর দেয়া একটা বাহাদুরির বিষয়। এটা সবারই মনে থাকা উচিত।’
শিক্ষার্থীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘কর দিতে বয়স লাগে না। ১০ থেকে ১৫ বছর হলেও করযোগ্য আয় থাকলেই সবার আয়কর দেয়া উচিত। এখন শিক্ষার্থীরাও করযোগ্য আয় করেন।’