গতকাল রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে নিজেদের লোগো ও জার্সি উন্মোচন করলো রংপুর রাইডার্স। সেখানেই ঘোষণা করা হয় রংপুরের হয়ে এবার খেলবেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান শহীদ আফ্রিদি। এমনকি দলের হয়ে এবার ওপেনও করতে নামবেন তিনি। এই আসরে অবশ্য রংপুর রাইডার্সের নাম ঠিক থাকলেও মালিকানা নতুন। এর আগে এই দলটির কর্নধার ছিলেন ফ্লোরা লি. এর মোস্তাফা রফিকুল ইসলাম। এবার এই দলের ফ্র্যাঞ্চাইজি সোহানা গ্রুপের মিজানুর রহমান। এর আগে বিপিএলের দ্বিতীয় আসরে সিলেট রয়েলসের মালিকানা ছিল তার। তবে রংপুরের এই নয়া যাত্রা শুরু হলো পুরনো বিতর্ক নিয়ে। মাঠে নামার আগেই পাওনা বিতর্কে অনুশীলন বয়কটের মতো ঘটনা ঘটেছে মিরপুর শেরে বাংলা মাঠে। গতকাল রংপুর রাইডার্সের জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠানের পরই মিরপুর মাঠে অনুশীলনের কথা ছিল। কিন্তু তখনই শুরু হয় পাওনা নিয়ে বিতর্ক। যে কারণে রংপুরের আইকন ক্রিকেটার সৌম্য সরকার, সিনিয়র ক্রিকেটার ইলিয়াস সানি ও মো. মিঠুনরা দেখা করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে। ক্রিকেটারদের দাবি তৃতীয় আসরের পাওনা টাকার ২৫ শতাংশ ও এই আসরে ৫০ শতাংশ টাকা পরিশোধ করতে হবে। নয়তো তারা না খেলারই সিদ্ধান্ত নিবে। পরে সিইও ও বোর্ডের উচ্চ পর্যায়ের আশ্বাসে ক্রিকেটাররা অনুশীলন শুরু করেন। এই বিষয়ে রংপুর রাইডার্সের এক ক্রিকেটার বলেন, ‘এর আগে আমরা যারা রংপুর রাইডার্সে ছিলাম তারা এখনও তৃতীয় আসরের ২৫ শতাংশ টাকা পাই। বিপিএলের নিয়ম অনুসারে চতুর্থ আসর শুরু হওয়ার আগে আমাদের শতাংশ টাকা দেয়ার কথা। কিন্তু গতকাল পর্যন্ত আমরা তা পাইনি। এখন সিইও ও বোর্ডের সঙ্গে কথা হয়েছে তারা একটি সমাধান করবেন বলেছে। আশা করি সমাধান হবে। না হলে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেবো।’ বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুসারে বিপিএল শুরুর আগে ৫০, ও চলাকালে ২৫ ও শেষ ২৫ শতাংশ আসর শেষ হলে পরিশোধ করার নিয়ম। তবে বিপিএলের কোনো আসরেই দলগুলো এখন পর্যন্ত সেই নিয়মের তোয়াক্কা করেনি। বিপিএলের শুরু থেকে ক্রিকেটার পাওনা বিতর্ক ছিল এক নম্বরে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.