বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না করন জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির। ছবিতে পাকিস্তানি অভিনেতাকে নেয়া নিয়ে বিতর্ক শেষ হওয়ার আগেই ছবির একটি সংলাপ নিয়ে ফের বড়সড় বিতর্কে জড়ালেন করন। ছবির একটি দৃশ্যে রণবীর কপুরকে বলতে শোনা যায়, মানুষ আমাকে বলেন আমি মোহাম্মদ রফির মতো করে গান গাই। এর প্রেক্ষিতে ছবিতে আনুশকা শর্মাকে বলতে শোনা যায়, মোহাম্মদ রফি গান গাইলে মনে হতো তিনি কান্না করতেন। এই সংলাপ নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। এই সংলাপের জন্যই করনের কড়া সমালোচনা করেছেন রফি-পুত্র শাহিদ রফি। জনসমক্ষে করনকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তিনি। এমনকি ছবি থেকে ওই দৃশ্যটি বাদ দেয়ার দাবিও তুলেছেন। এবার এই সংলাপের ব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমও। রফি-কণ্ঠী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ‘কিশোর’ সোনু। পরবর্তীকালে বলিউড গায়ক হিসেবে সুপ্রতিষ্ঠিত হওয়ার পরও মহম্মদ রফির একজন বড় ফ্যান হিসেবে সুপরিচিত সোনু। ছবির এই সংলাপ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, কারও বাবার সম্পর্কে নিম্নমানের রসিকতা করলে তার যেমন খারাপ লাগে, আমিও ঠিক সেরকমই আহত হয়েছি। এটা একদমই অনাকাক্সিক্ষত। মহম্মদ রফির মতো কিংবদন্তি গায়ক সম্পর্কে এমন মন্তব্য করায় স্পষ্টতই ক্ষুব্ধ সোনু। রফি-পুত্র শাহিদ এবং সোনু নিগমের মতো দেশের অসংখ্য ‘রফি-ভক্ত’ গায়কের প্রতি এ হেন মন্তব্যে বেজায় চটেছেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রফিকে অপমান করা হয়েছে, এই অভিযোগে জনতার কাছে ছবিটিকে ‘বয়কট’ করার আবেদন জানিয়েছেন গোয়ার ডিজিপি মুক্তেশ চান্দেরও। নিজের টুইট বার্তায় এই আইপিএস জানিয়েছেন, মহম্মদ রফি ভারতের একজন মহান গায়ক। আপনি যদি একজন রফি-ভক্ত হন, তাহলে এই ছবিটি বয়কট করুন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.