পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংসদ ছাত্র ইউনিয়ন আগামী ৪ নভেম্বর সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে।
বুধবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন। এসময় বাকৃবি সংসদের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাকৃবির ছাত্র ইউনিয়নের পুরাতন সদস্যরা ০১৭১১২৪৫৫৮২ নম্বরে যোগাযোগ করে আগামী ৪ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে।
১৯৬৬ সালে এ বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে বাকৃবি সংসদ ছাত্র ইউনিয়ন। পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ নভেম্বর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে সংগঠনটি।
এ উপলক্ষে ৪ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১’ থেকে র্যালি বের করা হবে। পরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানটি সম্পন্ন করতে অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার আহ্বায়ক, অধ্যাপক ড. নীতিশ দেবনাথ ও মুসিউর রহমান লিপটন যুগ্ম আহ্বায়ক, বাকৃবি সংসদের সভাপতি তানভীর আহমেদ রিয়াদ সদস্য সচিব করে ১২১ সদস্য বিশিষ্ট সুবর্ণ জয়ন্তী উদযাপন ও প্রাক্তন পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.